Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে আরও ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি

ss-ADB-250924
[publishpress_authors_box]

বাংলাদেশে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) মাধ্যমে গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়নে আরও ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা।

এই ঋণ কঠিন শর্তের অর্ডিনারি ক্যাপিটাল রিসোর্সের (ওসিআর) আওতায় দেওয়া হচ্ছে, যা দেশের বেসরকারি খাতে অর্থায়ন ত্বরান্বিত করা, অবকাঠামো উন্নয়ন ঘাটতি মেটাতে সরকারি অর্থায়নের ওপর চাপ কমানোসহ আরও কর্মসংস্থান সৃষ্টি করতে ব্যয় করা হবে।  

বৃহস্পতিবার এ বিষয়ে বাংলাদেশ সরকার ও এডিবির মধ্যে একটি চুক্তি হয়েছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী ও এডিবির আবাসিক প্রতিনিধি হোয়ে ইউন জং চুক্তিপত্রে সই করেন। ঢাকার শেরে বাংলা নগরের ইআরডি এশিয়া অনুবিভাগ সম্মেলন কক্ষে এই চুক্তি সই হয়।

ইআরডি জানায়, ‘স্ট্রেনদেনিং বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড’ শীর্ষক প্রকল্পের জন্য এই ঋণ দিচ্ছে এডিবি। এই সংস্থাটি অবকাঠামো উন্নয়ন খাতে পিপিপির উদ্যোগে অর্থায়ন করে থাকে।

কঠিন শর্তের এই ঋণ ৫ বছরের রেয়াতকালসহ ২৫ বছরে সিকিউর ওভারনাইট ফাইন্যান্সিং রেট (সুফর) সুদহারের সঙ্গে শূন্য দশমিক ৫০ শতাংশ সুদসহ পরিশোধ করতে হবে। এছাড়া এই ঋণের জন্য ম্যাচুরিটি প্রিমিয়াম শূন্য দশমিক ১০ শতাংশ এবং কমিটমেন্ট চার্জ্য শূন্য দশমিক ১৫ শতাংশ সুদ দিতে হবে।

বৃহস্পতিবার বৈশ্বিক ঋণ বাজারে সুফর সুদ হার ছিল ৪ দশমিক ৬৪ শতাংশ। অর্থাৎ এডিবির এই ঋণের জন্য ৫ দশমিক ৩৯ টাকা সুদ পরিশোধ করতে হবে।

ইআরডি জানায়, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অধীনে চলমান বাংলাদেশ অবকাঠামো অর্থায়ন তহবিল লিমিটেড প্রকল্পটি আগামী ২০২৯ সাল পর্যন্ত চলবে। প্রকল্পটির তহবিলে এডিবির এই ঋণের অর্থ যোগ হবে। তাই এডিবির সঙ্গে প্রকল্পটি কর্তৃপক্ষের সঙ্গেও একটি ঋণ চুক্তি হয়েছে। সেই চুক্তিপত্রে সই করেন সংস্থাটির নির্বাহী পরিচালক এস এম আনিসুজ্জামান।

বাংলাদেশে উন্নয়ন সহায়তার ক্ষেত্রে এডিবি সাধারণত বিদ্যুৎ, জ্বালানি, পরিবহন, শিক্ষা, স্থানীয় সরকার, কৃষি, পানি সম্পদ ও সুশাসন খাতকে প্রাধান্য দেয়।

ম্যানিলাভিত্তিক উন্নয়ন সংস্থা এডিবি প্রধান কার্যালয়ে বোর্ড সভায় গত ১১ ডিসেম্বর বাংলাদেশের জন্য ৬০ কোটি ডলারের বাজেট সহায়তা অনুমোদন করেছে। বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৭ হাজার ২০০ কোটি টাকা।

দেশের সার্বিক অর্থনীতির উন্নয়ন ও দেশি-বিদেশি বিনিয়োগ সহজীকরণ কর্মসূচীতে এ অর্থ ব্যয় করা হবে।

এডিবি গত ৯ ডিসেম্বর পিপিপির মাধ্যমে চলমান ঢাকা বাইপাস সড়ক নির্মাণ প্রকল্পে ১০ কোটি ডলারের অতিরিক্ত ঋণ অনুমোদন করেছে। বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত