শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের অঙ্গ প্রতিষ্ঠান তানভীর ডাল মিল অ্যান্ড ফ্লাওয়ার মিলস লিমিটেডকে দুই কোটি ডলারের ঋণ সহায়তা দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
জ্বালানি সাশ্রয়ী ও পরিবেশবান্ধব নতুন একটি অত্যাধুনিক আটা কারখানা নির্মাণের জন্য এই ঋণ দিচ্ছে বলে জানিয়েছে ম্যানিলাভিত্তিক উন্নয়ন সংস্থাটি। বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২৪০ কোটি টাকা।
এডিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই ঋণের জন্য সম্প্রতি দুপক্ষের মধ্যে ডিজিটাল পদ্ধতিতে চুক্তি হয়েছে।
বিজ্ঞপ্তিতে এডিবি জানায়, পরিবেশবান্ধব এই কারখানা মেঘনা গ্রুপের আটার মান বাড়াবে; উৎপাদনও দ্বিগুণ হবে। বিদ্যুতের ব্যবহার কমে যাবে ৩৭ শতাংশ। এই কারখানা থেকে বছরে প্রায় ৬ লাখ ৬০ হাজার টন আটা উৎপাদন হবে, যা দেশীয় কৃষি উৎপাদনে অবদান রাখবে। খাদ্য নিরাপত্তাও বাড়াবে।
এ বিষয়ে এডিবির প্রাইভেট সেক্টর অপারেশন উইংয়ের মহাপরিচালক সুজান গ্যাবরি বলেন, “প্রকল্পটি বাংলাদেশে টেকসই শিল্প উন্নয়নের অগ্রগতির একটি পদক্ষেপ। জ্বালানি-দক্ষতা এবং পণ্যের গুণমান উন্নত করার মাধ্যমে এডিবি ও মেঘনা গ্রুপ সরাসরি দেশের খাদ্য নিরাপত্তা, অর্থনৈতিক স্থিতিশীলতা ও টেকসই পরিবেশ নিশ্চিতে অবদান রাখবে।
“প্রকল্পটি দেশীয় কৃষি-প্রক্রিয়াকরণ শক্তিশালী এবং জ্বালানি সাশ্রয়ী শিল্প স্থাপনের মতো বাংলাদেশ সরকারের উদ্দেশ্যর সঙ্গে সাথে সামঞ্জস্যপূর্ণ।”
মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল বলেন, “এডিবির এই ঋণের অর্থে তৈরি আটার কারখানা নতুন করে ১৬০ জনের কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে। নতুন শিল্পের উৎপাদন দিয়ে নতুন করে ক্ষুদ্র ও মাঝারি পর্যায়ে দেড় লাখ বিক্রেতার সাথে সম্পর্ক গড়ে তুলবে। আমরা এডিবির সাথে কাজ করার জন্য উৎসাহী এবং এই প্রকল্পটি সংস্থাটির প্রতিশ্রুতির অংশ।”