সামনেই ঈদ আর পহেলা বৈশাখের মতো উৎসব। অনেকেই আছেন যারা উৎসবের কেনাকাটা একটু আগে করে রাখতে পছন্দ করেন। বিশেষ করে রোজা রেখে ঘুরে ঘুরে শপিংয়ের যারা ঝামেলায় যেতে চান না, তারা এরই মধ্যে শুরু করেছেন টুকটাক কেনাকাটা।
উৎসবের কেনাকাটার এই আনন্দকে আরও বাড়িয়ে দিতে আবারও বসতে যাচ্ছে অনলাইন-অফলাইন উদ্যোক্তাদের বিশেষ প্রদর্শনী ‘আড্ডা চলে’। জানুয়ারিতে গুলশানে জমজমাট আয়োজনের পর এবার আসর বসবে ধানমণ্ডির মাইডাস সেন্টারে।
আয়োজকরা সবসময়ই বলেন, আড্ডা চলে গতানুগতিক মেলার মতো নয়। এখানে ক্রেতারা কেবল পণ্য কিনতে আসেন না। তারা আড্ডা চলেতে আসেন প্রিয় উদ্যোক্তার সঙ্গে আক্ষরিক অর্থেই আড্ডা দিতে, তাদের নতুন নতুন উদ্ভাবন দেখতে, নিজেদের চিন্তা-ভাবনা ভাগ করে নিতে।
আগামী শুক্র-শনিবার অর্থাৎ ২১ ও ২২ ফেব্রুয়ারি মাইডাস সেন্টারের ১৩ তলায় পঞ্চমবারের মতো বসতে যাচ্ছে আড্ডা চলের আয়োজন। এবার অংশ নিচ্ছে মোট ১৭টি উদ্যোগ। দেশি পোশাক থেকে শুরু করে ফিউশন, ঘর সাজানোর অনুসঙ্গ, কসমেটিকস আর গয়না; সব পাবেন আড্ডা চলেতে।
এবারের আড্ডা চলের উদ্যোগগুলোর এক ঝলক রইল এখানে :
ঈহা
ঈহা কাজ করে ওয়্যারেবল আর্ট নিয়ে। হ্যান্ডপেইন্টেড শাড়ি, কামিজ, স্ক্রিনপ্রিন্ট, ব্লকপ্রিন্ট ও ডিজিটাল প্রিন্টের শাড়ি, কামিজ, কুর্তি ও নিত্যদিন পরার মতো পোশাক পাওয়া যাবে এখানে।
ঈহার স্টলে পাওয়া যাবে তাদের নতুন উইং নৈ এর ডিজাইনার ব্যাগ আর স্টিচড ড্রেসও।
রংধনু ক্রিয়েশন
রংধনু ক্রিয়েশনে মিলবে ঐহিত্য আর আধুনিকতার মিশেলে তৈরি পোশাক। মসলিনের ওপর হাতে আঁকা বিভিন্ন ধরনের দেশি-বিদেশি ফুলের সমারোহ দেখা যাবে রংধনুর শাড়িতে। এছাড়া দেশি তাঁতের কাপড়ের কুর্তি, শার্ট কিংবা কাফতানেও থাকবে নিপুণ হাতের কাজ, কিংবা তুলির আঁচড়।
দেয়ালের পটচিত্র, শুকনো পাতার ক্যানভাসে সুতোর নকশা থেকে শুরু করে ল্যাম্পশেড, সব কিছুতেই থাকবে হাতের কাজের ছোঁয়া।
অরাম বাংলাদেশ
ব্লকের পাশাপাশি নানা নকশার কাজ করে অরাম বাংলাদেশ। এখানে মিলবে ব্লকপ্রিন্টের থ্রিপিস, ভিন্ন প্যাটার্নের কো-অর্ড, ব্লকের নকশা করা শাড়িসহ নানা কিছু।
গরমের ঈদকে সামনে রেখে যারা আরামদায়ক রঙিন পোশাক কিনতে চান, তাদের জন্য আড্ডা চলে হতে পারে দারুণ সুযোগ।
ওয়্যারহাউজ
মানসম্মত, আরামদায়ক এবং ভালো ফিটিংয়ের পোশাকে ইউনিক প্রিন্ট ও টেক্সচারের বৈচিত্র্যই ওয়্যারহাউজের পরিচয়। টেকসই ফ্যাশনকে গুরুত্ব দিয়ে দীর্ঘস্থায়ী, পরিবেশ-বান্ধব পোশাক তৈরি করে এই ফ্যাশন হাউজটি, দামও তুলনামূলক সাশ্রয়ী।
ওয়্যারহাউজে পাওয়া যাবে উজ্জল রঙে ফিউশনধর্মী নকশা করা বিভিন্ন প্যাটার্নের কুর্তি, কটি, জ্যাকেট, গাউন, শাড়ি ইত্যাদি।
খুঁত
দেশি সুতি শাড়ির জগতে ভিন্নতা নিয়ে আসা খুঁত এবার আসছে আড্ডা চলেতে। শাড়ি, ব্লাউজ, স্কার্ট; যাই হোক না খুঁতের পোশাকে আছে স্বাতন্ত্র্য। বিশেষ করে নরম সুতি শাড়িতে ছিমছাম ব্লক আর হালকা হাতের কাজ খুঁতের শাড়িকে করে অনন্য।
অনন্যা
শাড়ির প্রধান অনুষঙ্গ ব্লাউজ নিয়ে কাজ করে অনন্যা। আরামদায়ক ম্যাটেরিয়ালে মৌলিক ধারা এবং ফিউশনের মাধ্যমে ব্লাউজকে ফ্যাশনেবল করার চেষ্টা করা হয়।
এখানে পাওয়া যাবে বিভিন্ন ধরনের কাটিং, নেক ডিজাইন, স্লিভ, প্যাটার্ন এবং ফেব্রিকে হ্যান্ডএম্ব্রয়ডারি, ব্লক প্রিন্ট, মেশিন এম্ব্রয়ডারি করা ব্লাউজ। আড্ডা চলেতে থাকবে রেডি ব্লাউজ, থাকবে হাফ স্টিচ ব্লাউজও।
শখের ডিব্বা
প্রথমবারের মতো নিজেদের নকশা করা বৈচিত্র্যময় সব শাড়ি নিয়ে আড্ডা চলেতে অংশ নিচ্ছে শখের ডিব্বা।
পাওয়া যাবে উৎসবে পরার মতো জমকালো শাড়ি, কামিজ। সুতি থেকে শুরু করে সিল্ক; সব ধরনের পোশাকই মিলবে এখানে।
আরুনিকা
আরুনিকা তৈরি করে কাঠের ঘর সাজানোর সামগ্রী, বোর্ড গেম যেমন লুডু, দাবা, মনোপলি, পাজল, হাতে তৈরি গয়না, গয়নার বাক্সসহ নানা ধরণের পণ্য।
আরুনিকার সব পণ্যই পরিবেশবান্ধব, বাংলাদেশে তৈরি। স্মার্টফোন আর কম্পিউটার গেমসের ভীড়ে হারিয়ে যেতে বসা সনাতন বোর্ড গেমগুলোকে নতুনভাবে তুলে ধরতেই তাদের এই উদ্যোগ।
পাশাপাশি পাওয়া যাবে কাঠের ব্যাংক, ক্যালেন্ডার, পাজল ফটোফ্রেম, ওয়ালহ্যাংগিং, কাঠের ঘড়ি উত্যাদি।
ম্যাক বাংলাদেশ
শতভাগ অথেনটিক কসমেটিকস পণ্য নিয়ে আড্ডা চলেতে থাকবে ম্যাক বাংলাদেশ। বিশ্বখ্যাত ম্যাক ব্র্যান্ডের পণ্য ছাড়াও এখানে মিলবে বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডের কসমেটিকস যেমন লিপস্টিক, ফেইস পাউডার, ক্রিম, ফেইসওয়াশসহ নানা পণ্য।
হডক
পরিবেশবান্ধব পাট দিয়ে তৈরি নানা পণ্যের পসরা নিয়ে আড্ডা চলেতে থাকবে হডক। পাট ছাড়াও ক্যানভাস কাপড়ের তৈরি ব্যাগ, কাঠের পুঁতি বা কড়ি দিয়ে তৈরি ব্রেসলেট, টিপ, মালা, চুড়িও পাওয়া যাবে এখানে।
লিটল ক্রিয়েশনস বাই আফরিন
বিডস, রেজিনের সঙ্গে আসল ফুলের ফিউশনে ছোট ছোট অভিনব গয়না তৈরি করে লিটল ক্রিয়েশনস বাই আফরিন। এছাড়া কাপড় ও মেটাল চার্ম দিয়ে তৈরি করা সাধারণ নকশার গয়নাও পাওয়া যাবে সেখানে।
সোহা জুয়েলারি
পাথর আর মুক্তার গয়নায় ভিন্নতা ও আধুনিকতা নিয়ে হাজির থাকবে সোহা জুয়েলারি। প্রতিটি গয়নাতেই থাকবে নিজস্বতার ছোঁয়া। ছোট এবং প্রতিদিন ব্যবহারের মতো নানা ধরনের গয়না পাওয়া যাবে এখানে।
চিত্রাঙ্গনা
মুক্তাসহ বিভিন্ন ধরনের রঙিন পাথর দিয়ে তৈরি নেকলেস, ব্রেসলেট, কানের দুলসহ ছিমছাম গয়নার পসরা নিয়ে আড্ডা চলেতে থাকবে চিত্রাঙ্গনা। হাতে তৈরি এসব গয়নায় থাকবে নানা ধরনের বৈচিত্র্য।
পৌরাণিক
হাতে তৈরি গয়নার পসরা নিয়ে থাকবে পৌরাণিকও। এখানে মিলবে মুক্তার সঙ্গে ধাতব চার্মের ব্যবহারে নানা ধরনের গয়না। বিশেষ করে বোহো স্টাইলে তৈরি হয়নার জন্য বেশ পরিচিত পৌরানিক। সেসব নকশাও থাকবে আড্ডা চলেতে।
মল্লিকা
রঙিন পলা, তার ওপর নানা নকশা, শহীদ মিনারের আদলে তৈরি নেকলেস, লকেট, পলার সঙ্গে ম্যাচিং চোকার থেকে শুরু করে নানা ধরনের ঐতিহ্যবাহী গয়না নিয়ে আড্ডা চলেতে থাকবে মল্লিকা।
এছাড়াও পাওয়া যাবে পায়ের গয়না, ছেলেদের গলার চেইন, আংটিসহ নানা কিছু।
ওয়াও ক্রাফট
গতানুগতিকের চেয়ে কিছুটা ভিন্ন ধারার গয়নার পসরা নিয়ে আড্ডা চলেতে যুক্ত হবে ওয়াও ক্রাফট। এখানে এমন সব নকশার গয়না পাবেন যা আগে কোথাও দেখেননি। এসব গয়না তৈরিতে ব্যবহার হয়েছে কাঠ, পুঁতি, ক্লে, সুতাসহ নানা উপাদান।
কফি ট্র্যাপ
সবার সব আয়োজন দেখে ঘুরতে ঘুরতে যদি ক্লান্ত হয়ে যান তাহলে আপনাকে চাঙ্গা করতে কফি-কুকিজসহ নানা খাবার নিয়ে উপস্থিত থাকবে কফি ট্র্যাপ। পাওয়া যাবে হালকা স্ন্যাক্স থেকে শুরু করে ভারী খাবারও।
তাহলে আর দেরি কেন?
উদ্যোক্তাদের তালিকা দেখে ঠিক করে নিন এবার ঈদে বা পহেলা বৈশাখে আপনি কার জন্য কোন পণ্যটি কিনবেন। ঈদের শপিং হোক এবার আগে আগে আর ঝামেলামুক্ত।