Beta
মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
Beta
মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

জানিনা আবার কবে মঞ্চে উঠব, তবে আমি ফিরব: অ্যাডেল

অ্যাডেল, ব্রিটিশ গীতিকার-গায়িকা
অ্যাডেল বিশ্বের অন্যতম ‘বেস্ট-সেলিং আর্টিস্ট। যার গানের রেকর্ড ১২০ মিলিয়ন কপির বেশি বিক্রি হয়েছে।
[publishpress_authors_box]

ব্রিটিশ গীতিকার-গায়িকা অ্যাডেল লাস ভেগাসে তার ‘রেসিডেন্সি শো’-এর শেষ কনসার্টে আবেগপূর্ণ বিদায়ী ভাষণ দিয়ে সঙ্গীতজগৎ থেকে অনির্দিষ্টকালের জন্য বিরতিতে গেলেন।

শনিবার সিজার্স প্যালেসের কলোসিয়াম থিয়েটারে অনুষ্ঠিত এ শোয়ের মাধ্যমে শেষ হলো তার ‘উইকেন্ডস উইথ অ্যাডেল’ রেসিডেন্সি।

“আমি আপনাদের খুব মিস করব। আমি জানি না কবে আবার পারফর্ম করব; কিন্তু আমি এখন কিছুই করছি না। আমি আসলে ভয়ই পাচ্ছি, কারণ আমার আগামী দিনের জন্য কোনো পরিকল্পনা নেই,” দর্শকদের উদ্দেশে তিনি বলেন।

অ্যাডেলের এই রেসিডেন্সি শো শুরু হয়েছিল ২০২২ সালের নভেম্বরে এবং চলতি বছর তিনি ঘোষণা করেছিলেন যে, তিনি কিছু সময় সঙ্গীত থেকে বিরতি নেবেন

জুলাই মাসে তিনি জানিয়েছিলেন, গান নিয়ে তার নতুন কোনো পরিকল্পনা নেই, তিনি বড় একটা বিরতি নিতে চান এবং কিছু অন্যরকম সৃজনশীল কাজ করতে চান কিছু সময়ের জন্য।

ক্যারিয়ারে প্রায় দেড়শটি সম্মানজনক পুরস্কার জিতেছেন অ্যাডেল। এগুলোর মধ্যে রয়েছে একটি অস্কার, ১৫টি গ্র্যামি, ৯টি ব্রিট, ১১টি গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডস ও ১৮টি বিলবোর্ড অ্যাওয়ার্ড।

শনিবারের শোয়ের একেবারে শেষ ভাগে অ্যাডেল দর্শকদের আশ্বস্ত করে বলেন, “আমি যা ভালো পারি তা হলো গান গাওয়া। জানি না কবে আবার মঞ্চে উঠতে পারব, তবে আমি আপনাদের ভালোবাসি। আমি অবশ্যই ফিরে আসব।”

তার রেসিডেন্সি শো করার সিদ্ধান্তের ব্যাখ্যা করতে গিয়ে অ্যাডেল বলেন, “আমি আমার ছেলে অ্যাঞ্জেলোর জন্য রেসিডেন্সি শো করার সিদ্ধান্ত নিয়েছিলাম, যাতে সে অন্যান্য বাচ্চাদের মত একটা স্বাভাবিক জীবন পায়।“

তিনি জানান, রেসিডেন্সি শো করার মাধ্যমে তিনি এখন সপ্তাহান্তে তার ছেলের সঙ্গে সময় কাটাতে পারেন।
মঞ্চে সেলিন ডিওনের কথাও উল্লেখ করেন অ্যাডেল। অক্টোবর মাসে সেলিন ডিওন তার শোতে উপস্থিত ছিলেন এবং অ্যাডেল জানান, সেলিনের উপস্থিতি তার জন্য একটি বিশেষ মুহূর্ত ছিল।

এই অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, “আমি এক সপ্তাহ ধরে কেঁদেছিলাম, কারণ সেলিন যখন আমার শোতে এসেছিলেন, এটি ছিল পুরোপুরি একটি মিরাকেল মুহূর্ত। এ কারণেই আমি এখানে শো করতে চেয়েছিলাম।”

অ্যাডেল বিশ্বের অন্যতম ‘বেস্ট-সেলিং আর্টিস্ট। যার গানের রেকর্ড ১২০ মিলিয়ন কপির বেশি বিক্রি হয়েছে। নিজের গাওয়া গানের মাধ্যমে এই গায়িকা ক্যারিয়ারে প্রায় দেড়শটি সম্মানজনক পুরস্কার জিতেছেন। এগুলোর মধ্যে রয়েছে একটি অস্কার, ১৫টি গ্র্যামি, ৯টি ব্রিট, ১১টি গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডস ও ১৮টি বিলবোর্ড অ্যাওয়ার্ড।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত