দেশের চিকিৎসা খাতে বড় অঙ্কের বিনিয়োগ করতে যাচ্ছে এডিএন টেলিকম।
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে এই ঘোষণা দিয়েছে।
এডিএন টেলিকমের পরিচালনা পর্ষদ সিনিয়র সিটিজেন হেলথকেয়ার লিমিটেডে প্রায় ১০ কোটি টাকা বিনিয়োগ করবে বলে প্রতিষ্ঠানটির কোম্পানি সচিব মনির হোসেন জানিয়েছেন।
গত ৬ ফেব্রুয়ারি এডিএন টেলিকমের পরিচালনা পর্ষদের সভায় হেলথকেয়ার মার্কেটে প্রবেশের বিষয়টি অনুমোদন করা হয়।
এডিএন ৯ কোটি ৯৮ লাখ ২০ হাজার টাকায় সিটিজেন হেলথকেয়ারের ৩৭ শতাংশ শেয়ার অধিগ্রহণ করবে।
সিনিয়র সিটিজেন হেলথকেয়ার লিমিটেড দেশের প্রবীণদের চিকিৎসা সুরক্ষা নিশ্চিতে ২০১৬ সালে যাত্রা শুরু করে। এই হাসপাতালটির নেতৃত্ব দিচ্ছেন এই বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসক ডা. সামনুন ফারুক তাহা।
এডিএন টেলিকম ২০১৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমানে শেয়ারবাজারে ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন হওয়া কোম্পানিটি ২০২৪ সালে অংশীদারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।