Beta
শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫
Beta
শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫

কিশোর ক্রিকেটার খুঁজবে ‘অদম্য’

১
[publishpress_authors_box]

ক্রিকেটার হওয়ার স্বপ্ন ঢাকার প্রায় প্রতিটা কিশোরের। তাদের ক্রিকেটার হওয়ার সুযোগ করে দিচ্ছে “অদম্য”। টুর্নামেন্ট আয়োজনের মধ্য দিয়ে প্রতিভাবান অনূর্ধ্ব-১৪ ক্রিকেটারদের খুঁজে বের করা এবং তাদের জন্য বড় মঞ্চ তৈরি করার লক্ষ্য আয়োজকদের।

টুর্নামেন্টটি যৌথভাবে আয়োজন করছে স্পর্টিনিয়ার এবং স্পোর্টস নাইন্টি সেভেন। তরুণদের সম্পৃক্ত করতে ইয়ুথ পার্টনার হিসেবে রয়েছে জেসিআই বাংলাদেশ। এছাড়া, স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে যুক্ত হয়েছে অ্যাকটিভ পালস বাংলাদেশ, সাইবার্টন স্টুডিও, বেস্ট এক্সপ্রেস, স্পোর্ডিয়াম এবং আইটিসি।

১৪ জানুয়ারি ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে জমকালো আয়োজনের মাধ্যমে  “অদম্য কাপ”-এর পর্দা উন্মোচন করা হয়। এই টুর্নামেন্টে ঢাকার ১৬টি অ্যাকাডেমি অংশ নিচ্ছে। কলাবাগান ক্রিকেট অ্যাকাডেমি মাঠে নকআউট পদ্ধতির টুর্নামেন্টটি হবে টি-১০ ফর‌ম্যাটে ১৯ থেকে ২২ ফেব্রুয়ারি।

উক্ত অনুষ্ঠানে টুর্নামেন্টের উদ্বোধনে আয়োজকরা জানিয়েছেন, “অদম্য কাপ তরুণ ক্রিকেটারদের জন্য একটি অনন্য সুযোগ। যেখানে তারা তাদের দক্ষতা দেখাতে পারবে এবং ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলার সম্ভাবনা তৈরি হবে।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত