জাতীয় নারী ফুটবল দল আগামী ২৬ ফেব্রুয়ারি ফিফা প্রীতি ম্যাচে খেলবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। এই ম্যাচের জন্য এখনও কোচ পিটার বাটলার দল ঘোষণা করেনি। আগামী দুয়েক দিনের মধ্যেই ২৩ সদস্যের নাম ঘোষণা করবেন কোচ।
এই দলে নেই সাবিনা খাতুনসহ বিদ্রোহী ১৮ ফুটবলার। টানা ১১ বছর ধরে যিনি বাংলাদেশ দলের বাহুবন্ধনী পরে মাঠে নেমেছেন। অবশেষে অধিনায়ক হিসেবে সাবিনা যুগের অবসান হতে যাচ্ছে। জাতীয় দলের নতুন অধিনায়ক হতে যাচ্ছেন সাতক্ষীরার আরেক নারী ফুটবলার আফঈদা খন্দকার।
বাফুফের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানিয়েছেন, “যেহেতু দলে সিনিয়রদের কেউ নেই এবং আফঈদার আগেও অধিনায়কত্বের অভিজ্ঞতা আছে। তাই তাকেই দেওয়া হচ্ছে অধিনায়কত্ব।”
এর আগে জাতীয় বয়সভিত্তিক সাফ অনূর্ধ্ব-১৯ দলে অধিনায়ক ছিলেন ১৯ বছর বয়সী আফঈদা। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে কমলাপুর স্টেডিয়ামে হওয়া টুর্নামেন্টে যুগ্ম চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ ও ভারত।