হারলেই বিদায়- এমন সমীকরণ সামনে রেখে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড-আফগানিস্তান। অঘোষিত ফাইনালে অঘটন ঘটিয়ে ইংলিশদের বিদায় করে চ্যাম্পিয়নস ট্রফিতে টিকে থাকল আফগানরা। ইব্রাহিম জাদরানের রেকর্ডগড়া সেঞ্চুরির জবাবটা ভালোই দিয়েছিলেন জো রুট। কিন্তু কাজে আসেনি। গ্রুপ পর্বের এক ম্যাচ বাকি থাকতেই টুর্নামেন্ট থেকে বিদায়ঘণ্টা বেজে গেছে ইংল্যান্ডের।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ইংল্যান্ডকে ৮ রানে হারিয়েছে আফগানিস্তান। ইব্রাহিমের ১৭৭ রানের মহাকাব্যিক ইনিংসে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩২৫ রান করে তারা। এই রান তাড়া করতে নেমে ৪৯.৫ ওভারে ৩১৭ রান করতে পারে ইংলিশরা। এই জয়ে সেমিফাইনালে খেলার আশা বেঁচে থাকল আফগানিস্তানের। অন্যদিকে বিদায় নিয়েছে ইংল্যান্ড।
লক্ষ্যটা কঠিন ছিল ইংল্যান্ডের। এজন্য শুরুটা ভালো প্রয়োজন ছিল। তবে সেটা হয়নি। ১২ রান করে বিদায় নেন ফিল সল্ট। তিনে নামা জেমি স্মিথ ৯ রানে ফিরে গেছে বিপদ বাড়ে। যদিও আগের ম্যাচের সেঞ্চুরিয়ান বেন ডাকেট ও জো রুট পথে ফেরান ইংল্যান্ড। ডাকেট ৩৮ রানে ফিরে গেলেও টিকে ছিলেন রুট।
অভিজ্ঞ এই ব্যাটার জয়ের খুব কাছে নিয়ে গিয়েছিলেন দলকে। কিন্তু তিনি ১২০ রানে বিদায় নেওয়ার পর লক্ষ্যে আর পৌঁছাতে পারেনি ইংলিশরা। রুট তার ১১১ রানের ইনিংসটি সাজান ১১ চার ও ১ ছক্কায়। জেমি ওভারটন ২৮ বলে করেন ৩২ রান।
আফগানদের সেরা বোলার আজমতউল্লাহ ওমরজাই। এই পেসার ৯.৫ ওভারে ৫৮ রান দিয়ে নেন ৫ উইকেট।
ইব্রাহিমের ইতিহাস গড়া সেঞ্চুরি
পাওয়ার প্লেতে নেই ৩ উইকেট। ইংল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির বাঁচা-মরার ম্যাচে যাচ্ছেতাই শুরু হয়েছিল আফগানিস্তানের। সেই ধ্বংসস্তূপ থেকে দলকে টেনে তুললেন ইব্রাহিম জাদরান। এই তরুণ ওপেনারের ইতিহাস গড়া সেঞ্চুরিতে আফগানিস্তান পেল ৭ উইকেটে ৩২৫ রানের পুঁজি।
২২ ফেব্রুয়ারি লাহোরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৬৫ রানের ইনিংস খেলেছিলেন ইংল্যান্ডের ওপেনার বেন ডাকেট। চ্যাম্পিয়নস ট্রফিতে সর্বোচ্চ রানের ইনিংস ছিল এটা। সেই রেকর্ডটা ইব্রাহিম জাদরান ভাঙলেন এক সপ্তাহ না যেতেই।
২৩ বছর বয়সী ইব্রাহিম জাদরান ওয়ানডে খেলেছেন ৩৫টি। তাতে সেঞ্চুরি ৬ আর ফিফটি আছে ৭টি। সর্বোচ্চ রানের ইনিংস ছিল ১৬২, সেটা পেছনে ফেললেন আজ (বুধবার) লাহোরে। তিনি খেলেছেন ১৪৬ বলে ১২ বাউন্ডারি ৬ ছক্কায় ১৭৭ রানের ইনিংস।
শুরুতে আফগানিস্তান পড়েছিল জোফ্রা আরচারের তোপে। রহমানউল্লাহ গুরবাজ (৪ রান), সাদিকুল্লাহ অতল (৪) আর রহমত শাহকে (৪) ফেরান এই পেসার। আফগানিস্তান ধাক্কাটা কাটায় ইব্রাহিম ও অধিনায়ক হাসমতউল্লাহ শহীদির চতুর্থ উইকেটে ১০৩ রানের জুটিতে। ৬৭ বলে ৪০ রান করা শহীদিকে বোল্ড করে জুটিটা ভাঙেন আদিল রশিদ।
আজমতউল্লাহ ওমরজাই ৩১ বলে ৪১ করে বাড়ান রানের গতি। শেষ দিকে মোহাম্মদ নবিও খেলেন ২৪ বলে ৪০ রানের ঝড়ো ইনিংস। লিয়াম লিভিংস্টোনের করা ৫০তম ওভারের প্রথম বলে তুলে মারতে গিয়ে ক্যাচ দেস আরচারকে। ততক্ষণে হয়ে গেছে রেকর্ড গড়া ১৭৭ রানের ইনিংস।