বৈষম্যমূলক আচরণ ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে আফগানিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজ খেলেনা অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। একই অভিযোগে ব্রিটিশ পার্লামেন্টের পক্ষ থেকে চ্যাম্পিয়নস ট্রফিতে আফগানিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের না খেলার আহ্বান জানানো হয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড বা ইসিবিকে।
চ্যাম্পিয়নস ট্রফিতে ২৬ ফেব্রুয়ারি লাহোরে আফগানিস্তানের মুখোমুখি হওয়ার কথা ইংল্যান্ডের। ২০০৩ বিশ্বকাপে এই আফগানদের কাছেই হেরেছিল ইংল্যান্ড। তবে এবার ইংল্যান্ডের শীর্ষ রাজনীতিবিদদের ম্যাচটি বয়কটের আহ্বান জানানোয় উত্তাল হয়েছিল ব্রিটিশ পার্লামেন্টের দুই কক্ষ হাউস অফ কমন্স এবং হাউস অফ লর্ডস। রিফর্ম পার্টির নেতা নাইজেল ফ্যারাজ ও লেবার পার্টির সাবেক প্রধান জেরিমি করবিনসহ ১৬০ জনের বেশি রাজনৈতিক ব্যক্তিত্ব চান ম্যাচটা যেন বয়কট করেন জস বাটলাররা।
ম্যাচটি না খেলার আহ্বান জানিয়ে চিঠিও দেওয়া হয়েছে ইসিবিকে। চিঠিটি লিখেছেন ব্রিটেনের ক্ষমতাসীন লেবার পার্টির এমপি তোনিয়া আন্তোনিয়াজ্জি, সেখানে স্বাক্ষর করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা।
ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড গোল্ড বরাবর লেখা চিঠিতে বলা হয়েছে, ‘‘ ইংল্যান্ড পুরুষ দলের খেলোয়াড় আর কর্মকর্তাদের আহ্বান জানাচ্ছি তালেবান শাসিত আফগান নারী ও মেয়েশিশুদের ওপর জঘন্য আচরণ নিয়ে কথা বলতে। অনুরোধ করছি, ইসিবি যেন আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি বয়কট করার কথা ভেবে দেখে।’’
গোল্ড উত্তর দিতে দেরি করেননি। তিনি বলেছেন, ‘‘তালেবান শাসনে আফগান নারী ও মেয়েশিশুদের প্রতি আচরণের কঠোর নিন্দা অবশ্যই জানায় ইসিবি। এজন্য ইসিবি দেশটির সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজ খেলে না। কিন্তু একটি দেশের একা প্রতিবাদের চেয়ে আইসিসি যদি সবাইকে নিয়ে কিছু করে, বেশি কার্যকর হবে সেটা।’’