একবার এক সাক্ষাৎকারে নাকি রশিদ খান বলেছিলেন, বিশ্বকাপ না জিতলে তিনি বিয়ে করবেন না। পরে অবশ্য এই লেগ স্পিনার জানিয়েছিলেন, বিয়ে বিষয়ে এমন কোনও কথা বলেছেন কিনা মনে নেই। রশিদ খান কথাটা বলুন আর না বলুন, সবই এখন অতীত। কারণ বিয়ে করে নিয়েছেন এই আফগান তারকা।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) আফগানিস্তানের রাজধানী কাবুলের ইম্পেরিয়াল কন্টিনেন্টাল হোটেলে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন রশিদ। তবে তার স্ত্রীর নাম-পরিচয় পাওয়া যায়নি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে রশিদের বিয়ের একাধিক ছবি প্রকাশ হয়েছে। সেই ছবি দেখে নিশ্চিত হওয়া গেছে, তার বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আফগানিস্তান জাতীয় দলের বেশ কয়েকজন খেলোয়াড়।
তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- মোহাম্মদ নবী, মুজিব উর রহমান, আজমতউল্লাহ ওমরজাই, নাজিবউল্লাহ জাদরান, রহমত শাহ ও ফজলহক ফারুকী। এছাড়া আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) চেয়ারম্যান মিরওয়াইজ আশরাফও উপস্থিত ছিলেন।
রশিদের সঙ্গে তোলা বেশ কয়েকটি ছবি পোস্ট করে শুভকামনা জানিয়েছেন নবী, “একমাত্র কিং খান, রশিদ খানকে তার বিয়ের জন্য অভিনন্দন। তোমার আজীবন ভালোবাসা, সুখ ও সাফল্য কামনা করছি।”
রশিদের বিয়ে উপলক্ষে ইম্পেরিয়াল কন্টিনেন্টাল হোটেলের ভেতর-বাইরে ছিল কড়া নিরাপত্তা। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট হওয়া এক ভিডিতে অস্ত্র হাতে নিরাপত্তাকর্মীদের পাহারা দিতে দেখা গেছে। বিয়ের অনুষ্ঠান চলেছে গভীর রাত পর্যন্ত।