Beta
মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
Beta
মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪

রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি নদভী 

nadvi
[publishpress_authors_box]

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকার লালবাগ থানায় শিক্ষার্থী খালিদ হাসান হত্যার ঘটনায় করা মামলায় সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নদভীকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে আদালত।

নদভী চট্টগ্রামের লোহাগাড়া-সাতকানিয়া এলাকার সাবেক সংসদ সদস্য।

মঙ্গলবার এক দিনের রিমান্ড শেষে নদভীকে আদালতে হাজির করে তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলাটির তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক সাজ্জাদ হোসেন।

এই আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম মো. সেফাতুল্লাহর আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ১৫ ডিসেম্বর রাতে ঢাকার উত্তরা থেকে নদভীকে আটক করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। পরদিন ১৬ ডিসেম্বর তাকে এক দিনের রিমান্ডে পাঠায় ঢাকার মহানগর হাকিম আদালত।

নদভীর বিরুদ্ধে করা মামলার অভিযোগে বলা হয়, গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় লালবাগের আজিমপুর সরকারি আবাসিক এলাকায় আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় তার বাবা কামরুল হাসান বাদী হয়ে গত ১৯ আগস্ট লালবাগ থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫২ জনকে আসামি করা হয়।

গণ আন্দোলনের মুখে গত ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর থেকে একে একে গ্রেপ্তার হচ্ছেন আওয়ামী লীগের মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ শীর্ষ পর্যায়ের নেতা ও প্রভাবশালী সংসদ সদস্যরা। তাদের অধিকাংশকেই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হত্যার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত