Beta
রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫
Beta
রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫

সাবেক এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান কারাগারে 

নজিবুর রহমান। ফাইল ছবি
নজিবুর রহমান। ফাইল ছবি
[publishpress_authors_box]

বিএনপি কর্মী মকবুল হত্যার অভিযোগে ঢাকার পল্টন মডেল থানায় করা মামলায় গ্রেপ্তার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান নজিবুর রহমানকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

বুধবার তিন দিনের রিমান্ড শেষে নজিবুর রহমানকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর হাকিম সাইফুজ্জামানের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পল্টন মডেল থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার উপপরিদর্শক রোকনুজ্জামান রাকিব এসব তথ্য নিশ্চিত করেন।

গত ৬ অক্টোবর রাতে গুলশান থেকে নজিবুর রহমানকে ডিবি পুলিশের একটি দল গ্রেপ্তার করে। পরদিন যুবদল নেতা শামীম হত্যায় করা আরেকটি মামলায় তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ১০ অক্টোবর রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারে আছেন। পরবর্তীতে গত ১৮ ডিসেম্বর এই মামলায় তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মকবুল হত্যা মামলার অভিযোগে বলা হয়, ২০২২ সালের ১০ ডিসেম্বর একদফা দাবি আদায়ের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। এর আগে ৭ ডিসেম্বর ডিবি পুলিশের হারুন অর রশীদ, মেহেদী হাসান ও বিপ্লব কুমার বিএনপির নয়াপল্টন কার্যালয়ে অভিযান চালিয়ে ভাঙচুর চালায়। এসময় কার্যালয়ের পাশে থাকা হাজার হাজার নেতাকর্মীর ওপর হামলা চালায়। এতে মকবুল হোসেন নামে এক কর্মী গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় গত ৩০ সেপ্টেম্বর মাহফুজুর রহমান বাদী হয়ে শেখ হাসিনাসহ ২৫৬ জনের বিরুদ্ধে মামলা করেন। 

নজিবুর রহমান ২০১৫ সালে এনবিআরের চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব হিসেবে নিয়োগ পান। পরে ২০১৮ সালে তাকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব করা হয়।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত