মধ্যরাত থেকে দুপুর অবধি দেশে ঘন কুয়াশা পড়তে পারে জানিয়ে আবহাওয়া অধিদপ্তর বলছে, এ কারণে আকাশ নৌ ও সড়কপথে চলাচল ব্যাহত হতে পারে।
বৃহস্পতিবার সকালে দেওয়া অধিদপ্তরের পূর্বাভাসে আরও জানানো হয়েছে, ঘন কুয়াশার কারণে সারাদেশের কোথাও কোথাও দিনেও শীতের অনুভূতি বিরাজমান থাকতে পারে।
দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থানরত মৌসুমের স্বাভাবিক লঘুচাপের বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে জানিয়ে পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
এই সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা বাড়তে পারে আভাস দিয়ে পূর্বাভাসে জানানো হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে খুলনা বিভাগের জেলা চুয়াডাঙ্গায় ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এদিন ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।