Beta
রবিবার, ৭ জুলাই, ২০২৪
Beta
রবিবার, ৭ জুলাই, ২০২৪

বিমানবন্দরে আটকা মারক্রামরা, বিড়ম্বনায় রশিদরাও

333333333333
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

দুই দলই গড়েছে ইতিহাস। প্রথমবার বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকা। আর আফগানিস্তান সেমিফাইনাল খেলেছে প্রথমবার। শেষ চারের ম্যাচটিতে অবশ্য প্রোটিয়াদের কাছে ৯ উইকেটে হেরে বিদায় নেয় রশিদ খানের দল।

এটা অবশ্যই আফগানদের বাজে পারফর্ম্যান্স। তবে দায় এড়াতে পারবে না আইসিসিও। কারণ সেমিফাইনালটা তাদের খেলতে হয়েছে একপ্রকার না ঘুমিয়ে। বাংলাদেশকে হারানোর পর মধ্যরাতে হোটেলে ফিরেছিলেন আফগানরা। পরদিন ত্রিনিদাদের ফ্লাইট দেরি করে ৪ ঘণ্টা! তাই পর্যাপ্ত ঘুম হয়নি খেলোয়াড়দের। অনুশীলনও বাতিল করতে হয়েছিল তাদের।

ম্যাচ শুরুর আগে সেটা স্বীকারও করে নেন রশিদ খান, ‘‘খুব বেশি ঘুমানোর সুযোগ পাইনি আমরা। তারপরও মুখিয়ে আছি সেমিফাইনালের জন্য।’’

ফাইনালে পৌঁছানোর পর আবার বিমানবন্দরেই আটকা পড়েছেন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটাররা। ফাইনালের ভেন্যু বারবাডোসে যেতে ত্রিনিদাদের পিকারো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছিলেন এইডেন মারক্রামরা। সঙ্গে ছিলেন খেলোয়াড়দের পরিবারের সদস্যরা।

 এক ভেন্যু থেকে আরেক ভেন্যুতে যেতে চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করেছিল আইসিসি। কিন্তু ছোট একটা বিমান অবতরণে সমস্যা হওয়ায় বারবাডোসের রানওয়ে বন্ধ করে দেওয়া হয়। তাই বিমান থেকে নেমে টার্মিনালে ফেরত এসেছেন ক্রিকেটাররা। সঙ্গে ছিলেন আইসিসির কয়েকজন কর্মকর্তা ও আম্পায়াররাও।

বিমান নিয়ে এবার ভুগেছে অনেক দল। তাদের অন্যতম শ্রীলঙ্কা। ফ্লোরিডা থেকে নিউইয়র্কে আসার সময় সারা রাত মায়ামি বিমানবন্দরে কাটাতে হয়েছিল হাসারাঙ্গাদের!

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত