বলিউড কমেডিপ্রেমীদের জন্য আছে দারুণ এক খবর; হাস্যরসের তিন মহারথী অক্ষয় কুমার, গোবিন্দ এবং পরেশ রাওয়াল আবার একসাথে পর্দায় হাজির হতে যাচ্ছেন।
২০০৬ সালে মুক্তি পাওয়া ‘ভাগম ভাগ’ সিনেমাটি এই তিনজনের অভিনয় দিয়ে বক্স অফিস মাত করেছিল। জনপ্রিয় এই সিনেমার বহু সংলাপ আর মুহূর্ত আজও মানুষের মুখে মুখে ফেরে। অনলাইন মিম সংস্কৃতিতেও এই সিনেমা পেয়েছে জনপ্রিয়তা। এক কথায় বলিউড দর্শকের কাছে ‘ভাগম ভাগ’ রীতিমতো ‘কাল্ট’ মর্যাদা পেয়ে গেছে।
দুই দশক পর স্বয়ং অক্ষয় কুমার নাকি মাঠে নেমেছেন ‘ভাগম ভাগ টু’ কে পর্দায় নিয়ে আসতে। যেখানে আবারও অক্ষয়, গোবিন্দ আর পরেশ রাওয়ালের জমজমাট হাস্যরস উপভোগ করবে দর্শক।
বিনোদন-ভিত্তিক গণমাধ্যম পিঙ্কভিলা এক প্রতিবেদনে দাবি করছে, ‘ভাগম ভাগ টু’ এর জন্য তৈরি হচ্ছেন অক্ষয়। নিজেকে চরিত্রের সঙ্গে মানিয়ে নিতে তিনি নাকি নিচ্ছেন জোর প্রস্তুতি।
জানা গেছে, রোয়ারিং রিভার প্রোডাকশনের সারিতা আশ্বিন ভার্দে সিনেমার স্বত্ব কিনে নিয়েছেন। সারিতা এবং শেমারু এন্টারটেইনমেন্ট যৌথভাবে সিক্যুয়েলটি প্রযোজনা করবে। সিনেমাটি নির্মানের প্রাথমিক পর্যায়ে আছে বলে জানা গেছে। সিক্যুয়েলটির চিত্রনাট্য লেখার দায়িত্ব পেয়েছে একদল নতুন লেখক।
ঘনিষ্ঠ সূত্রের বরাতে পিঙ্কভিলা জানিয়েছে অক্ষয় কুমার ইতিমধ্যেই ‘হেরা ফেরি’ এবং ‘ভাগম ভাগ’ ফ্র্যাঞ্চাইজির স্বত্ব কিনে নিয়েছেন।
সূত্রটি আরও জানায়, তিনজন কিংবদন্তি কমিক অভিনেতা নিয়ে ‘ভাগম ভাগ টু’ সিনেমার আইডিয়া সম্পূর্ণ প্রস্তুত। আর তাই চিত্রনাট্য লেখার কাজ শুরু হয়ে গেছে।
২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘ভাগম ভাগ’ সিনেমাটি ছিল কমেডির সব উপাদানে ঠাসা। হাস্যরসে ভরপুর এই সিনেমার গল্প, তার অদ্ভুত সব চরিত্র আর সংলাপ সিনেমাটিকে সেসময় জনপ্রিয় করে তোলে। সময়ের সঙ্গে সঙ্গে এই সিনেমাটির জনপ্রিয়তাতে ভাটাতো পড়েইনি উলটো মানুষের স্মৃতিতে সেই একই রকম হাসির খোরাক হয়েই টিকে আছে এটি।
সূত্রটি জানিয়েছে সব কিছু ঠিক থাকলে ২০২৬ সালে সিনেমাটি মুক্তি দেওয়া হবে।
‘ভাগাম ভাগ টু’ এর প্রস্তুতির মাঝেই অক্ষয় কুমারের ব্যস্ত সময় যাচ্ছে বড় বাজেটের কিছু সিনেমার শুটিং নিয়ে। যার মধ্যে আছে ‘হাউজফুল ফাইভ’ এর মতো বড় নাম। ডিসেম্বরে মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত ‘ওয়েলকাম’ সিরিজের সিক্যুয়েল ‘ওয়েলকাম টু দ্য জাঙ্গল’। অপেক্ষায় আরও আছে হরোর কমেডি সিনেমা ‘ভুত বাংলা’। মুক্তির অপেক্ষায় থাকা ‘জলি এলএলবি থ্রি’ তেও দেখা যাবে অক্ষয় কুমারকে।