মালয়েশিয়ায় আন্তর্জাতিক উন্মুক্ত অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে শুক্রবার হাইজাম্পে এসেছিল রুপার পদক। জিতেছিলেন বাংলাদেশের রিতু আক্তার। শনিবার সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে ৩ হাজার মিটার স্টেপল চেজে সোনা জিতেছেন বাংলাদেশের আরেক অ্যাথলেট আল আমিন। তিনি সময় নেন ৯ মিনিট ৩২:৩৯ সেকেন্ড।
এছাড়া প্রতিযোগিতায় এদিন আরও দু’টি পদক এসেছে। হ্যামার থ্রোতে গৌরাঙ্গ রায় ও পোলভোল্টে সৌরভ মিয়া জিতেছেন রুপা। গৌরাঙ্গ হ্যামার থ্রো ইভেন্টে ৫০.২৮ মিটার দূরত্ব অতিক্রম করেন। সৌরভ পোলভল্ট ইভেন্টে ৪.৪০ মিটার লাফিয়ে জিতেছেন রুপা।
মালয়েশিয়া চলমান টুর্নামেন্টে এই ইভেন্টে এশিয়ার ১০টি দেশ অংশগ্রহণ করছে। বাংলাদেশ এই টুর্নামেন্টে এখন পর্যন্ত ৪টি পদক নিশ্চিত করেছে। এশিয়ান ইনডোরে রুপা জেতা জহির রায়হান শুক্রবার ২০০ মিটার স্প্রিন্টে সেমিফাইনালে উঠলেও ফাইনালে নাম লেখাতে পারেননি। রবিবার পোল ভোল্ট, হাইজাম্পে অংশ নেবে বাংলাদেশ।