Beta
বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫

নৌকা ডোবানো মাঝি যারা

নৌকা
[publishpress_authors_box]

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনে ভোটগ্রহণ হয়েছে। এর মধ্যে ২৬৩ আসনে প্রার্থী দিয়েছিল আওয়ামী লীগ।

সোমবার (৮ জানুয়ারি) নির্বাচন কমিশন ঘোষিত ফলাফলে দেখা গেছে, ২২২টি আসনে জয় পেয়েছেন ক্ষমতাসীন দলের প্রার্থীরা। সে হিসাবে নৌকা প্রতীকে নির্বাচন করে জয়ী হতে পারেননি ৪১ জন।

এবারের ভোটে আওয়ামী লীগ ও জোটের শরিক দলের অনেক ‘হেভিওয়েট’ প্রার্থীই ধরাশয়ী হয়েছেন। যাদের বেশিরভাগই হেরেছেন স্বতন্ত্র প্রার্থীদের কাছে।

ক্ষমতাসীন দলের প্রতীক নিয়ে নির্বাচন করেও যারা ‘নৌকাডুবি’ ঘটিয়েছেন তারা হলেন, দিনাজপুর-১ আসনের মনোরঞ্জন শীল গোপাল, রংপুর-৫ এর রাশেক রহমান, নওগাঁ-৪ এর মো. নাহিদ মোর্শেদ, নওগাঁ-৬ এর মো. আনোয়ার হোসেন হেলাল, নাটোর-১ আসনের মো. শহিদুল ইসলাম বকুল, কুষ্টিয়া-১ এর আ ক মো. সরওয়ার জাহান, কুষ্টিয়া-৪ এর সেলিম আলতাফ জজ, ঝিনাইদহ-২ আসনের তাহজীব আলম সিদ্দিকী, যশোর-৫ এর স্বপন ভট্টাচার্য্য, যশোর-৬ আসনের প্রার্থী শাহীন চাকলাদার এবং বরগুনা-১ আসনের প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।

এছাড়া, টাঙ্গাইলের তিনটি আসনে হেরেছেন আওয়ামী লীগের প্রার্থীরা। এরা হলেন ৩ আসনের মো. কামরুল হাসান খান, ৪ এর মো. মোজহারুল ইসলাম তালুকদার এবং ৫ এর মো. মামুন অর রশীদ।

ডুবেছে জামালপুর-৪ আসনের মো. মাহবুবুর রহমানের নৌকা। একইভাবে পরাজয় বরণ করেছেন শেরপুর-১ আসনের মো. আতিউর রহমান আতিক।

ময়মনসিংহের ১, ৬, ৭ ও ১১ নম্বর আসনের প্রতিটিতে হেরেছেন নৌকার প্রার্থীরা। এরা হলেন-জুয়েল আরেং, মো. মোসলেম উদ্দিন, হাফেজ রুহুল আমীন মাদানী ও কাজিম উদ্দিন আহম্মেদ।

ভোটে আরও হেরেছেন নেত্রোকোনা-৩ আসনের অসীম কুমার উকিল, কিশোরগঞ্জ-২ আসনের আব্দুল কাহার আকন্দ।

জনপ্রিয় সংগীত শিল্পী ও দুইবারের সংসদ সদস্য মমতাজ বেগম হেরেছেন মানিকগঞ্জ-২ আসনে।

মুন্সিগঞ্জ-৩ আসনের মৃণাল কান্তি দাস, ঢাকা-৪ এর সানজিদা খানম, ঢাকা-৫ এর হারুনর রশীদ মুন্না, ঢাকা-১৯ আসনের ডা. মো. এনামুর রহমান এবং গাজীপুর-৫ আসনের মেহের আফরোজেরও পরাজয় হয়েছে।

হেরেছেন নরসিংদী-৩ আসনের ফজলে রাব্বি খান, ফরিদপুর-৩ এর শামীম হক, ফরিদপুর-৪ এর কাজী জাফর উল্ল্যাহ, মাদারীপুর-৩ এর আব্দুস সোবহান মিয়া, সুনামগঞ্জ-২ এর চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ, সিলেট-৫ আসনের মাসুক উদ্দিন আহমদ এবং হবিগঞ্জ-৪ আসনের মো. মাহবুব আলীও।

পরাজিতের তালিকায় এবার যুক্ত হয়েছে ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেনের নাম।

কুমিল্লার পাঁচটি আসনেই পরাজিত হয়েছেন নৌকার প্রার্থীরা। এরা হলেন, ২ আসনের সেলিমা আহমাদ, ৩ এর ইউসুফ আব্দুল্লাহ হারুন, ৪ এর রাজী মোহাম্মদ ফখরুল এবং ৫ এর আবুল হাসেম খান।

আবার ভোটের দুদিন আগে নিশ্চিত হওয়া যায় যে, নির্বাচনে অংশ নিতে পারছেন না বরিশাল-৪ আসনের আওয়ামী লীগের প্রার্থী শাম্মী আহমেদ। দ্বৈত নাগরিকত্বের অভিযোগে তার প্রার্থিতা বাতিল করেছিলেন চেম্বার বিচারপতি। সেই আদেশ বাতিল চেয়ে করা আলাদা আবেদনের ওপর শুনানি শেষে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ছয় সদস্যের আপিল বিভাগের বেঞ্চ ২ জানুয়ারি চেম্বার আদালতের আদেশ বহাল রেখে রায় দেন।

এছাড়া ভোটের দিন চট্টগ্রাম-১৬ আসনের নৌকার প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরীর প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত