সিনেমা হলে পদদলিত হয়ে নারীর মৃত্যুর ঘটনায় অন্তর্বর্তী জামিন পাওয়ায় এক রাত চৌদ্দ শিকের পেছনে কাটিয়ে বাড়ি ফিরতে পেরেছিলেন তেলেগু সুপারস্টার আল্লু আর্জুন।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাও এর এক প্রতিবেদন দেখে মনে হচ্ছে এত তাড়াতাড়ি সমস্যা কাটছে না পুষ্পা অভিনেতার।
তেলেঙ্গানার পুলিশ কর্মকর্তাদের জামিনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
তাহলে কি আবারো গ্রেফতার হবেন আল্লু আর্জুন? যদিও পুলিশের দাবি মানতে নারাজ বিনোদন অঙ্গনের তারকারা।
সম্প্রতি মুক্তি পাওয়া পুষ্পা টু: দ্য রাইজ সিনেমার প্রিমিয়ারে রেবতী নামের এক নারীর মৃত্যুর ঘটনায় গেল ১৩ ডিসেম্বর গ্রেপ্তার হন আর্জুন। অবশ্য সেদিনই আদালত তাকে অন্তর্বতী জামিন দিয়েছেন। যদিও তাকে একরাত জেলে থাকতে হয়েছিল।
পরদিন জামিনে ছাড়া পেয়ে আল্লু বলেছেন, ‘আমি নাগরিক হিসেবে বরাবর সমস্ত আইন মেনে চলেছি। এ ক্ষেত্রেও সমস্ত ধরনের সহযোগিতা করতে চাই। আরও একবার নিহতের পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই।“
গেল ৪ ডিসেম্বর আল্লু আর্জুন এবং তার পুষ্পা টু : দ্য রুল সিনেমার সহ-অভিনেত্রী রশ্মিকা মান্দানাকে নিয়ে উপস্থিত হলে তাদের এক ঝলক দেখার জন্য হায়দ্রাবাদের সন্ধ্যা থিয়েটারে বিপুল সংখ্যক ভক্ত ভিড় করেন।
পুলিশ জানিয়েছে, অভিনেতার আগমনের বিষয়ে সিনেমা হল কর্তৃপক্ষ বা নিরাপত্তাকর্মীদের কাছে আগে থেকে কোনও তথ্য ছিল না। তাছাড়া দর্শকদের জন্য আলাদা কোনো প্রবেশ বা বের হওয়ার রাস্তাও ছিল না। পুলিশ বলছে, থিয়েটারের গেইটটি বাড়তি ভিড়ের চাপ সহ্য করতে না পেরে ধসে পড়লে পদদলিতের ঘটনাটি ঘটে।
পরে নিহত নারীর স্বামীর অভিযোগের ভিত্তিতে অভিনেতা আল্লু আর্জুনের বিরুদ্ধে মামলা করা হয়। অভিযোগে বলা হয়, তার স্ত্রী রেবতী শ্বাস নিতে পারছিলেন না এবং নিচে পড়ে যান কারণ নিরাপত্তাকর্মীরা নায়কের জন্য ‘নিরাপত্তা বেষ্টনী’ তৈরি করতে ভিড়কে ধাক্কা দিয়েছিল।
বক্স অফিস মাতিয়ে যাচ্ছে পুষ্পা টু : দ্য রাইজ
এদিকে পুষ্পা টু রাজত্ব করছে বক্স অফিস। ২০২৪ সালের সবচেয়ে ব্যবসাসফল সিনেমায় পরিণত হয়েছে এটি।
বক্স অফিসের তথ্য সরবরাহকারী পোর্টাল স্যাকনিল্ক জানাচ্ছে, সিনেমাটি দশম দিনে ৬২.৩ কোটি রুপি নেট আয় করেছে। যা কিনা তার আগের দিনের তুলনায় ৭১.১৫ শতাংশ বেশি।
জানা যায়, সিনেমাটির হিন্দি সংস্করন আয় করেছে ৪৬ কোটি রুপি। তেলুগুতে ১৩ কোটি রুপি, তামিল ২.৫ কোটি রুপি, কন্নড়-এ ০.৪৫ কোটি রুপি এবং মালয়ালমভাষী অঞ্চলে ০.৩৫ কোটি রুপি আয় করেছে।
ফলে, পুষ্পার মোট আয় গিয়ে দাঁড়িয়েছে ৮২৪.৫ কোটি রুপিতে। আর সারাবিশ্বে ‘পুষ্পা টু’র আয় গিয়ে দাঁড়িয়েছে ১১৯০ কোটি রুপিতে।
সুকুমার পরিচালিত পুষ্পা টু : দ্য রুল গত ৫ ডিসেম্বর ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পায়।