১৬ বছর আগের আমির খান অভিনীত ব্লকবাস্টার সিনেমা গজনি ছিল ১০০ কোটি রুপি আয় করা প্রথম ভারতীয় সিনেমা। ২০০৮ সালে মুক্তি পাওয়া এই সিনেমা যৌথভাবে প্রযোজনা করেছিলেন আল্লু অরবিন্দ এবং মধু মন্তেনা।
কোনো বক্সঅফিস বিশেষজ্ঞ ঘুণাক্ষরেও ভাবেননি বাবার পর আরেকটি ‘প্রথম’ শিরেনামের রেকর্ড গড়বেন ছেলে আল্লু আর্জুন।
গেল ৫ ডিসেম্বর মুক্তির পর ২৪তম দিনে সাড়ে ১২ কোটি সংগ্রহ করেছে এই সিনেমা। অর্থাৎ এখন এই সিনেমার বক্সঅফিস সংগ্রহ আছে ১১৪১ কোটি রুপি।
ভারতীয় ইতিহাসে প্রথম কোনো সিনেমা ৭০০ কোটি রুপি আয় পার করেছে এবং এরপর ১০০০ কোটির ক্লাবেও নাম লিখিয়েছে পুষ্পা টু: দ্য রুল ।
সিনেমা নির্মাতা সুজিত সরকার বলেন, “দুজনকেই অভিনন্দন। দুর্ভাগ্য যে এই দুটো মাইলস্টোন ছোঁয়া সিনেমা আমার এখনও দেখা হয়নি।
“কিন্তু এই সাফল্য বিশাল এক ঘটনা। বক্সঅফিসে কোনো সিনেমার বিরাট অংক আসা মানে আমরা আরও সিনেমা বানাতে সাহস পাবো, আরও কাজের সুযোগ হবে।”
বাবা ও ছেলের সাফল্য নিয়ে ভারতীয় সাউন্ড ইঞ্জিনিয়ার রেসুল পুকুট্টি বলেন, “লোকে তো বলেই, বাবার কীর্তি ছেলে এগিয়ে নিয়ে যাবে। এই বাবা ও ছেলে তো সেই কথাকে সত্য প্রমাণ করে দেখালো আমাদের।
“আমার মনে আছে, গজনি সিনেমায় কাজের সময় আল্লু আর্জুন আমাদের সাউন্ড কার্টের পাশে এসে বিস্ময় নিয়ে দাঁড়াত।”
“আজকে আল্লু আর্জুন পুষ্পা ওয়ান ও টু সিনেমার বেলাতে পুরনো ইতিহাসের দশগুণ করে দেখিয়েছে। তিনি যা করলেন তা আসলে খুবই স্বাভাবিক এবং যৌক্তিকও। বাবা-ছেলে দুজনেই মূলধারার সিনেমার রুচি ও ধারা বোঝেন। তাদের শ্বাস-প্রশ্বাসে এই সিনেমা জগত ধারণ করে আছেন।”
বাবা ও ছেলের এমন ইতিহাস তৈরি করা এক ধরনের কাকতালীয় ঘটনা বলে মন্তব্য করলেন বক্সঅফিস বিশ্লেষক তারান আদার্শ।
তিনি বলেন, “জীবনে অবশ্যই এমন কিছু চমক থাকে, আর এই ঘটনা বিশেষভাবেই উদাহরণ হয়ে দেখা দিল।
“আল্লু অরবিন্দ ছিলেন গজনি সিনেমার প্রযোজক। তখন প্রথম একটি হিন্দি চলচ্চিত্র ১০০ কোটি রুপি আয় করে। এরপরই হিন্দি চলচ্চিত্র জগতে ১০০ কোটি রুপি ক্লাবের সূচনা হলো।”
“আজকের দিনে এসে তারই ছেলে আল্লু অর্জুন এখন ৭০০ কোটি রুপি ক্লাবের সূচনা করেছেন। বাবা ও ছেলের এমন অসাধারণ কাকতালীয় ঘটনা একটি মাইলফলক হয়ে রইল। ভবিষ্যতে বক্স অফিসের পরিসংখ্যান, রেকর্ড, মাইলফলক বা অর্জন নিয়ে আলোচনা করার সময় এই ইতিহাস নিয়ে কথা হবেই।”
প্রযোজক ও সিনেমা ট্রেড বিশেষজ্ঞ গিরিশ জোহর বলেন, “এতো একেবারে পরিস্কার হয়ে গেলো যে, এই পরিবারটি ভারতীয় দর্শকদের সঙ্গে গভীরভাবে সংযুক্ত।
“বহু দশক ধরে আইকনিক সিনেমাগুলো বক্সঅফিসে মাইলফলক স্থাপন করেছে। আল্লু অরবিন্দ আরও উৎকৃষ্ট কনটেন্ট প্রযোজনা করেছেন। এখন তার ছেলে আল্লু আর্জুনের পুষ্পা টু: দ্য রুল নতুন ধারার সঙ্গে পরিচয় করাচ্ছে।”
“সবচেয়ে দারুণ দিকটি হলো, গজনি এবং পুষ্পা টু এই দুই সিনেমাই মূল ভাষার বাইরে হিন্দিতে অসাধারণ সাফল্য পেয়েছে।”