পুষ্পা খ্যাত তেলেগু সুপারস্টার আল্লু আর্জুনকে নাকি বলিউড নির্মাতা সঞ্জয় লীলা বানসালির অফিসে দেখা গেছে। আর এতেই শুরু হয়ে গেছে গুঞ্জন। আল্লুকে কি তবে বানসালির নতুন কোন সিনেমায় দেখা যাচ্ছে?
অনেকেই অবশ্য মনে করছেন, বানসালির লাভ অ্যান্ড ওয়ার এ দেখা যেতে পারে আল্লু আর্জুনকে। যে সিনেমায় অভিনয় করছেন রণবীর কাপুর, আলিয়া ভাট আর ভিকি কৌশলের মতো বলিউড তারকারা।
সঞ্জয় লীলা বানসালির মুম্বাইয়ের অফিসে আল্লুর বৈঠকের খবরে ভক্তদের মাঝে ছড়িয়ে পড়েছে উচ্ছাস আর আলোচনা। অনেকে মনে করছেন হয়তো লাভ অ্যান্ড ওয়ার এ ক্যামিও হবেন আল্লু আর্জুন। আবার কারও কারও ধারণা বানসালীর সঙ্গে নতুন কোন সিনেমার খবর নিয়েই আসবেন তিনি।
কোন কোন শুভাকাঙ্ক্ষী অবশ্য বানসালির সঙ্গে আল্লুর নতুন কোন কাজের ব্যাপারে তেমন আশাবাদী নন। তাদের মতে, এমন বহু গুঞ্জন শোনা গেলেও বেশিরভাগ সময়ই এগুলো বাস্তবায়িত হয়না।