অমিতাভ রেজা চৌধুরী আয়নাবাজি এর পর থেকেই সিনেমাপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তার পরের সিনেমার জন্য।
এর মাঝে ২০২০ সালে জানা গেল তার পরের সিনেমা রিকশা গার্ল এর নির্মাণ শেষ আর মুক্তিও পেতে যাচ্ছে। কিন্তু করোনা মহামারীর কারণে আর তা হয় নাই।
অবশেষে পাঁচ বছরের অপেক্ষা ঘুচল। রোববার প্রকাশ পেল সিনেমাটির ট্রেইলার আর তখনই জানা গেল রিকশা গার্ল মুক্তি পেতে যাচ্ছে আসছে ২৪ জানুয়ারি। একই দিন বড় পর্দায় মুক্তি পাচ্ছে ফজলুল তুহিন নির্মিত বিল ডাকিনি চলচ্চিত্রটিও।
মার্কিন লেখক মিতালি পারকিন্সের একই নামের উপন্যাস থেকে নির্মিত রিকশা গার্ল এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নভেরা রহমান।
সিনেমাটিতে আরও রয়েছেন চম্পা, মোমেনা চৌধুরী, নরেশ ভূঁইয়া, অ্যালেন শুভ্রসহ অনেকে।
শিল্পমনা নাঈমাকে ঘিরে রিকশা গার্ল সিনেমার কাহিনি। সে ছবি আঁকতে পছন্দ করে।
কিন্তু দরিদ্র সংসারে একমাত্র উপার্জনক্ষম বাবা হঠাৎ অসুস্থ হন। ছবি এঁকে যেহেতু পয়সা মেলে না, তাই নাঈমা কোনও উপায় না পেয়ে রিকশা নিয়ে রাস্তায় বের হয়।
জটিল হতে থাকে সিনেমার গল্প। প্রশ্ন এসে দাঁড়ায়, নাঈমা কীভাবে তার স্বপ্ন পূরণ করবে!
সিনেমাটি নিয়ে অমিতাভ রেজা চৌধুরী বলেন, “আমরা এমন সব সিনেমা বানাতে চাই, যা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নাম উজ্জ্বল করবে। গল্পের প্রয়োজনে আমরা শতাধিক বস্তিঘর নির্মাণ করে নিজেরা বস্তির অবয়ব দিয়ে সেট বানিয়েছি। এছাড়া আমরা বাংলাদেশের কিছু প্রত্যন্ত অঞ্চলে সিনেমার শুটিং করেছি। আশা করছি খুব বেশি খারাপ কিছু হবে না।”
এরইমধ্যে রিকশা গার্ল দেশ-বিদেশের ফিল্ম ফেস্টিভ্যাল গুলোতে প্রশংসিত ও পুরস্কৃত হয়েছে। আর এবার দেশের দর্শকরা হলে গিয়ে দেখতে পারবেন ২৪ জানুয়ারি থেকে। সিনেমাটির ডিজিটাল পার্টনার হিসেবে আছে বঙ্গ।