২০১০ বিশ্বকাপ ফাইনালটা গড়াচ্ছিল টাইব্রেকারের দিকে। ১১৬তম মিনিটে জ্বলে উঠলেন আন্দ্রে ইনিয়েস্তা। তার শট জড়িয়ে গেল নেদারল্যান্ডসের জালে। এই এক গোলেই প্রথমবারের মতো বিশ্বকাপ জেতে স্পেন।
ইনিয়েস্তা ফাইনাল খেলছিলেন প্রয়াত বন্ধু দানি জার্কের নাম লেখা গেঞ্জি জার্সির ভেতরে পড়ে। গোলের পর সেই নাম সবাইকে দেখালে আবেগী হয়ে পরে পুরো ফুটবলবিশ্বই।
স্পেনের সেই মহানায়ক ৩৮ বছর বয়সে বিদায় জানালেন ফুটবলকে। এক ভিডিও বার্তায় ঘোষণা দিলেন বুট জোড়া তুলে রাখার।
১০ নম্বর বা ৭ নম্বর জার্সি যেমন বিখ্যাত, তেমনই ৮ নম্বর জার্সিকে বিখ্যাত করেছেন ইনিয়েস্তা। তাই আনুষ্ঠানিক অবসরও নিচ্ছেন আজ ৮ অক্টোবর।
স্পেনের হয়ে ১৩১ ম্যাচ খেলেছেন ইনিয়েস্তা। ২০০৮ ইউরো, ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ের অন্যতম নায়ক মাঝমাঠের এই শিল্পী।
বার্সেলোনার হয়ে ৬৭৪ ম্যাচ খেলে ইনিয়েস্তা জিতেছেন ৪টি চ্যাম্পিয়ন্স লিগ, ৯টি লা লিগা, ৬টি কোপা দেল রেসহ ৩২টি শিরোপা।
বার্সেলোনায় ২০১৮ সালে শেষ ম্যাচের পর ফাঁকা স্টেডিয়ামে অনেকক্ষণ একা বসেছিলেন ইনিয়েস্তা। তার পর খেলেছেন জাপানের ক্লাব ভিসেল কোবেতে। ইউরোপিয়ান ক্লাবে যাননি বার্সার যেন মুখোমুখি হতে না হয়, এজন্য।
২২ বছরের ক্যারিয়ারে শেষ মৌসুমটা খেলেছেন আরব আমিরাতের ক্লাব এমিরেটসে।