Beta
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪

ছিটকে গেলেন রাসেল, ফিরলেন জোসেফ

নিষেধাজ্ঞা কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজ দলে ফিরেছেন আলজারি জোসেফ। ছবি: এক্স
নিষেধাজ্ঞা কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজ দলে ফিরেছেন আলজারি জোসেফ। ছবি: এক্স
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

[publishpress_authors_box]

ইনজুরিতে ছিটকে গেলেন আন্দ্রে রাসেল। ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ তিন ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডে নেই এই অলরাউন্ডার। তবে নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরেছেন পেসার আলজারি জোসেফ।

অ্যাঙ্কেলের চোটে ইংল্যান্ড সিরিজ শেষ হয়ে গিয়েছে রাসেলের। ৩৬ বছর বয়সী এই অলরাউন্ডার ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি খেলেছিলেন। দ্বিতীয় ম্যাচে মাঠে নামতে পারেননি। আর এখন শেষ তিন ম্যাচের যে স্কোয়াড ঘোষণা করা হয়েছে, সেখানে জানানো হয়েছে চোটে সিরিজই শেষ হয়ে গিয়েছে রাসেলের।

এই ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ চলাকালীন অধিনায়ক শাই হোপের সঙ্গে বিবাদে জড়িয়ে দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন জোসেফ। হোপের সিদ্ধান্ত মানতে না পেরে রেগে মাঠ ছেড়ে চলে গিয়েছিলেন ডানহাতি পেসার। এই ধরণের অখেলোয়াড়সুলভ আচরণে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড জোসেফকে দুই ম্যাচের নিষেধাজ্ঞার শাস্তি দেয়। সেই শাস্তি কাটিয়ে ক্যারিবিয়ান দলে ফিরেছেন তিনি।

জোসেফ ফেরায় বাদ পড়েছেন শামার জোসেফ। অন্যদিকে রাসেলের জায়গা নিয়েছেন শামার স্প্রিঙ্গার। শেষ তিন ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াডে পরিবর্তন এই দুটিই।

তাকে কি জয়ের পথে ফিরবে ক্যারিবিয়ানরা। প্রথম দুই ম্যাচেই তারা হেরেছে ইংল্যান্ডের বিপক্ষে। বৃহস্পতিবার তৃতীয় টি-টোয়েন্টি জিততেই হবে তাদের, না হলে হাতছাড়া হবে সিরিজ।

ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি স্কোয়াড : রোভম্যান পাওয়েল (অধিনায়ক), রোস্টন চেস, ম্যাথু ফোর্ডি, শিমরন হেটমায়ার, টেরেন্স হিন্ডস, শাই হোপ, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্রেন্ডন কিং, এভিন লুইস, গুডাকেশ মোটি, নিকোলাস পুরান, শেরফান রাদারফোর্ড, রোমারিও শেফার্ড, শামার স্প্রিঙ্গার।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত