Beta
সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
Beta
সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

‘অ্যানিমেল’ সিনেমার টক্সিক ম্যাসকুলিনিটি নিয়ে মুখ খুললেন রণবীর কাপুর

Ranveer Kapoor Animal
[publishpress_authors_box]

রণবীর কাপুরের সিনেমা ‘অ্যানিমেল’ প্রশংসার পাশাপাশি কুড়িয়ে নেয় সমালোচনা। এই সিনেমা নিয়ে অভিযোগ, ‘টক্সিক ম্যাসকুলিনিটি’-এর চিত্রায়ণ ঘটেছিল এই সিনেমায়। অবশেষে, ভারতের গোয়ায় আয়োজিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এই বিষয়ে মুখ খুললেন রণবীর।  

উৎসবে ‘অ্যানিমেল’ এর প্রসঙ্গ টেনে গণমাধ্যম কর্মীরা রণবীরকে প্রশ্ন করেন। সিনেমায় ‘দায়িত্বশীল’ গল্প বলার বিষয়ে এক প্রশ্নের জবাবে রণবীর তখন বলেন, “আপনার মতামতের সঙ্গে আমি সম্পূর্ণ একমত। অভিনেতা হিসেবে আমাদের দায়িত্ব সমাজে ইতিবাচক প্রভাব ফেলে এমন সিনেমা বাজারে নিয়ে আসা।”

অবশ্য একই সঙ্গে গল্প নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করার এবং গল্পে স্বাধীনতার প্রশ্নটিও তিনি তুলে ধরেন। এ প্রসঙ্গে রণবীর বলেন, “একজন অভিনেতা হিসেবে বিভিন্ন ধরণের গল্প আর চরিত্রে কাজ করা আমার জন্য গুরুত্বপূর্ণ।”

বলিউডের নন্দিত গীতিকার জাভেদ আখতার এবং তারকা অভিনেত্রী কঙ্কনা সেন শর্মা ‘অ্যানিমেল’ নিয়ে একসময় বেশ অসন্তোষ প্রকাশ করেছিলেন।

তবে, নির্মাতা করণ জোহর এবং অনুরাগ কাশ্যপের মতো চলচ্চিত্র নির্মাতারা সিনেমাটিকে নির্মাণ শৈলীর কারণে প্রশংসায় ভাসিয়েছিলেন।

ফোর্বস ইন্ডিয়া লিডারশিপ অ্যাওয়ার্ডস ২০২৪-এ করণ জোহর বলেন, “আমি অবশ্য সিনেমাটিকে গভীরে গিয়ে তলিয়ে দেখিনি তাই এর নৈতিকার ব্যাপারে বলতে পারবো না। তবে নির্মাতা গল্প বলার ধরণ, সাউন্ড ডিজাইন, স্ক্রিনপ্লে, সংলাপ এবং চরিত্রের বিকাশের মাধ্যমে যে আখ্যান তুলে ধরেছেন তা আমাকে এতটাই আকৃষ্ট করেছে যে, একজন চলচ্চিত্র নির্মাতা হিসেবে আমি এটি খুব পছন্দ করেছি।”

বলিউডের আরেক জনপ্রিয় পরিচালক অনুরাগ কাশ্যপ এক সাক্ষাতকারে ‘অ্যানিমেল’ নিয়ে বলেছিলেন, “এই মানুষটি (পরিচালক সন্দ্বীপ রেডি ভাঙ্গা) যেমন দেখছেন, তিনি ঠিক তাই। অ্যানিমেল কারও ভালো লাগবে, আবার কারও ভালো না-ও লাগতে পারে। তবে সিনেমাটি চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে এক বিরাট পরিবর্তন নিয়ে আসবে। ৫ থেকে ১০ বছর পর এই সিনেমার প্রভাব আমরা বুঝতে পারব।”

যথেষ্ট সমালোচনার পরও, ‘অ্যানিমেল’ বক্স অফিসে দারুণ ব্যবসা করে। এই বছর ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস-এ সিনেমাটি জিতেছে পাঁচটি পুরস্কার। অন্যদিকে রণবীর কাপুর পুরস্কার পেয়েছেন বেস্ট অ্যাক্টর (পপুলার) ক্যাটাগরিতে।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত