দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মানি লন্ডারিংয়ের মামলা থেকে অব্যাহতি পেয়েছেন এমজিএইচ গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা আনিস আহমেদ গোর্কি।
সোমবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আস সামছ জগলুল হোসেন এই অব্যাহতির আদেশ দেন।
দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম জানান, দুদকের পক্ষ থেকেই এই মামলা প্রত্যাহারে আদালতে আবেদন করা হয়। আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী মামলা প্রত্যাহার করে আনিস আহমেদকে মামলার দায় থেকে অব্যাহতি দেওয়ার বিষয়ে একটি চিঠি দাখিল করেন।
আদেশে বিচারক বলেন, “দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর-১৮৯৮ এবং দ্য ক্রিমিনাল ল আমেন্ডমেন্ট অ্যাক্ট-১৯৯৮ এর ১০(৪) ধারা অনুযায়ী এই মামলার আসামি আনিস আহমেদের বিরুদ্ধে প্রসিকিউশন প্রত্যাহার করা হলো।”
একই আদেশে আনিস আহমেদকে দুর্নীতি দমন কমিশন আইন এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইনের অভিযোগের দায় থেকেও অব্যাহতি দেওয়া হয়। একই সঙ্গে মামলায় জব্দ করা আলামত নিয়ম অনুযায়ী ফেরত দিতেও তদন্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়।
২০২২ সালের ডিসেম্বরে আনিস আহমেদের বিরুদ্ধে দুদক এই মামলা করেছিল।