Beta
শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫
Beta
শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫

জাতীয় দলে নতুন মুখ সুজন, বাদ জিকো-ফাহিম

টটটটটটট
[publishpress_authors_box]

একটা সময় জাতীয় দলের এক নম্বর গোলরক্ষক ছিলেন আনিসুর রহমান জিকো। কোচ হাভিয়ের কাবরেরার দৃষ্টিতে জাতীয় দলে খেলার মত ফিটনেসের অভাব রয়েছে তার। তাই ফিলিস্তিনের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে সুযোগ থাকার পরও আনিসুর রহমান জিকোকে বদলি হিসেবে নামাননি কাবরেরা।

এবার তো জাতীয় দলের ২৬ জনের তালিকা থেকেই তাকে বাদ দিলেন কাবরেরা। বিশ্বকাপ বাছাইয়ে অস্ট্রেলিয়া ও লেবাননের বিপক্ষের ম্যাচের জন্য ঘোষিত দলে আনিসুরকে রাখেননি তিনি। অথচ এক বছর আগে বেঙ্গালুরুর সাফ চ্যাম্পিয়নশিপের সেরা গোলকিপার হয়েছিলেন জিকো। বাংলাদেশ সাফের সেমিফাইনালে উঠেছিল ১৪ বছর পর। সেই জিকো এখন ব্রাত্য জাতীয় দলে।

সৌদি আরবে অনুশীলন ক্যাম্প শেষে দেওয়া ২৩ জনের দল থেকে বাদ পড়েছেন ৬ জন। গোলকিপার আনিসুর রহমানের সঙ্গে জায়গা পাননি ফয়সাল আহমেদ ফাহিম, হাসান মুরাদ, জায়েদ আহমেদ, আরমান ফয়সাল ও সুমন রেজা।

প্রথমবার ডাক পেয়েছেন মোহামেডানের গোলরক্ষক সুজন হোসেন। মোহামেডানের প্রিমিয়ার লিগে রানার্সআপ হওয়ার পেছনে গুরুত্বপূর্ণ অবদান আছে তার।

ইনজুরির কারণে মার্চ উইন্ডোতে দলে ছিলেন না শেখ মোরসালিন ও তারিক কাজী। চোট কাটিয়ে ফিরেছেন দুজনই। মোরসালিন ক্লাব ফুটবলে মাস খানেক আগে ফিরলেও তারিক কাজী বসুন্ধরা কিংসের হয়ে চোট কাটিয়ে দীর্ঘদিন পর প্রথম খেলেছেন কাল (বুধবার) শেখ রাসেলের বিপক্ষে। বিরতির পর বদলি হয়ে নেমেছিলেন তিনি।

৬ জুন কিংস অ্যারেনায় বিশ্বকাপ বাছাইপর্বের হোম ম্যাচ বাংলাদেশ খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে । ১১ জুন লেবাননের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ নিরপেক্ষ ভেন্যু কাতারের দোহায় ।

গোলকিপার: মিতুল মারমা, মেহেদী হাসান, সুজন হোসেন ; ডিফেন্ডার: বিশ্বনাথ ঘোষ, রিমন হোসেন, মেহেদী হাসান, তপু বর্মণ, তারিক কাজী, রহমত মিয়া, ইসা ফয়সাল, শাকিল হোসেন, সাদ উদ্দিন, সুশান্ত ত্রিপুরা; মিডফিল্ডার: সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, সোহেল রানা জুনিয়র, মজিবুর রহমান, জামাল ভূঁইয়া, চন্দন রায়, সৈয়দ শাহ কাজেম কিরমানি

ফরোয়ার্ড: শেখ মোরসালিন, রাকিব হোসেন, মোহাম্মদ আবদুল্লাহ, শাহরিয়ার ইমন, রফিকুল ইসলাম, রাব্বি হোসেন রাহুল।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত