Beta
বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫

অপরাজিতা : যাদের নিয়ে লেখা বই তারাই করলেন মোড়ক উন্মোচন

নারী ফুটবলারদের নিয়ে বদিউজ্জামান মিলনের লেখা বই অপরাজিতা দেখছেন সাফজয়ী ফুটবলার নীলুফার ইয়াসমিন নীলা, মোসাম্মৎ সাগরিকা ও ঋতুপর্ণা চাকমা। বাংলা একাডেমির স্বপ্ন ৭১ স্টলে। ছবি: সংগৃহীত
নারী ফুটবলারদের নিয়ে বদিউজ্জামান মিলনের লেখা বই অপরাজিতা দেখছেন সাফজয়ী ফুটবলার নীলুফার ইয়াসমিন নীলা, মোসাম্মৎ সাগরিকা ও ঋতুপর্ণা চাকমা। বাংলা একাডেমির স্বপ্ন ৭১ স্টলে। ছবি: সংগৃহীত
[publishpress_authors_box]

রবিবার সন্ধ্যায় বাংলা একাডেমির একুশের বইমেলার অন্য স্টলগুলোর চেয়ে একটু বেশি ভীড় লেগে ছিল ‘স্বপ্ন ৭১ ‘ এ। সাফজয়ী নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমা, নীলুফার ইয়াসমিন নীলা ও মোসাম্মৎ সাগরিকার সঙ্গে ছবি তুলতে সেলফি শিকারীদের প্রচন্ড ভীড়। জাতীয় নারী দলের তিন ফুটবলার এদিন বইমেলায় এসেছিলেন নারী ফুটবল বিষয়ক বই ‘অপরাজিতা’র মোড়ক উন্মোচন করতে।

ক্রীড়া সাংবাদিক বদিউজ্জামান মিলনের লেখা অপরাজিতা : বাংলাদেশ নারী ফুটবল দল বইটির মোড়ক উন্মোচন করেন ক্রীড়া সংগঠক ও কিংবদন্তি ব্যাডমিন্টন তারকা কামরুন নাহার ডানা, সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমা, নীলুফার ইয়াসমিন নীলা ও মোসাম্মৎ সাগরিকা। এ সময় উপস্থিত ছিলেন ব্যাডমিন্টন খেলোয়াড় ও ক্রীড়া সংগঠক নাজমা সিদ্দিকী শিমুল ও বইয়ের প্রকাশক আবু সাঈদ।

বাংলাদেশের নারী ফুটবলের শুরুর দিকের ইতিহাস, নারী ফুটবলের বিবর্তন, ফুটবল কোচ গোলাম রব্বানী ছোটন ও সাফ জয়ী নারীদের বিভিন্ন অজানা গল্প উঠে এসেছে বইটিতে। এছাড়া বইটিতে নারী ফুটবল দলের আন্তর্জাতিক ম্যাচের ফলাফল, পরিসংখ্যান ও ফুটবলারদের প্রোফাইল রয়েছে।

ক্রীড়া সংগঠক কামরুন নাহার ডানার সঙ্গে ফুটবলাররা। ছবি: সংগৃহীত

বাংলাদেশের নারী ফুটবল নিয়ে বদিউজ্জামান মিলনের এই বইটি শুধু ফুটবলের মাঠে নারীদের সাফল্যের দলিল নয়, এটি এক নতুন ভোরের গল্প। এখানে ফুটবলের বাইরেও ফুটে উঠেছে স্বপ্ন দেখা মেয়েদের জীবনের চড়াই-উতরাই, তাদের লড়াই এবং এক অনুপ্রাণিত বাংলাদেশের প্রতিচ্ছবি।

সাবিনা, সানজিদা, কৃষ্ণা, মনিকা—এই নামগুলো শুধু এক একটি ব্যক্তিত্ব নয়, তারা আমাদের গর্বের প্রতীক। তারা দেখিয়েছে কীভাবে সীমাবদ্ধতাকে অতিক্রম করে নিজের জায়গা তৈরি করতে হয়। এ বইতে শুধু তাদের ব্যক্তিগত জীবনের গল্প নয়, তাদের স্বপ্নের প্রতি নিবেদন, পরিবারের সমর্থন এবং সমাজের মানসিকতার পরিবর্তনের ছাপ স্পষ্ট হয়েছে।

অপরাজিতা বই হাতে সাগরিকা, নীলা ও ঋতুপর্ণা। ছবি: সংগৃহীত

১১২ পৃষ্ঠার বইটি প্রকাশ করেছে স্বপ্ন ৭১ প্রকাশন। বইটি পাওয়া যাচ্ছে বইমেলার ৭৫৩ নম্বর স্টলে। অবশ্য বইটি ফুটবলপ্রেমীসহ সবার জন্য দেওয়া হয়েছে ২৫ শতাংশ ছাড়। এছাড়া রকমারিতেও পাওয়া যাচ্ছে অপরাজিতা বইটি।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত