Beta
মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
Beta
মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪

বাজেট প্রস্তাব অনুমোদন

বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দেওয়া হয়।
বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দেওয়া হয়।
Picture of প্রতিবেদক, সকাল সন্ধ্যা

প্রতিবেদক, সকাল সন্ধ্যা

আগামী অর্থবছরের (২০২৪-২৫) বাজেট প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে এর অনুমোদন দেওয়া হয়। এরপর এই প্রস্তাবে সই করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

মন্ত্রিসভার এই বিশেষ বৈঠক শুরু হয় বেলা ১২টায়।

পরে প্রায় ৮ লাখ কোটি টাকার বাজেট প্রস্তাব নিয়ে সংসদে হাজির হন দেশের অষ্টাদশ অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বিকাল ৩টায় নতুন অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট সংসদে উপস্থাপন শুরু করেন তিনি।

এটা অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর প্রথম, আওয়ামী লীগ সরকারের ২৫তম ও বাংলাদেশের ৫৪তম বাজেট।

বছরের শুরুতে জাতীয় নির্বাচন সহজেই উৎরে যাওয়া আওয়ামী লীগকে নতুন সরকারের প্রথম বাজেট দিতে গিয়ে এবার কঠিন পরিস্থিতির মুখে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট দিতে হচ্ছে।

যদিও এবারের বাজেটের প্রতিপাদ্য ‘টেকসই উন্নয়নের পরিক্রমায় স্মার্ট বাংলাদেশের স্বপ্নযাত্রা’।

সকাল সাড়ে ১০টার দিকে বাজেট ঘোষণার জন্য রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডের সরকারি বাসভবন থেকে রওনা দেন অর্থমন্ত্রী। পরে বেলা পৌনে ১১টায় সংসদে পৌঁছান তিনি।

জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এর মধ্যে পরিচালন ব্যয়ের জন্য রাখা হয়েছে ৫ লাখ ৬ হাজার ৯৭১ কোটি টাকা এবং উন্নয়ন ব্যয়ের জন্য ২ লাখ ৮১ হাজার ৪৫০ কোটি টাকা।

এবারের প্রস্তাবিত বাজেটে ঘাটতি ধরা হয়েছে ২ লাখ ৫৬ হাজার কোটি টাকা। এছাড়া মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বেশ কয়েকটি নিত্যপ্রয়োজনীয় পণ্যে করছাড় সুবিধা থাকছে নতুন বাজেটে।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত