শাকিব খান পরবর্তী ঢালিউড ক্যারিয়ারে চিত্রনায়িকা অপু বিশ্বাস যার উপর আস্থা রেখেছেন তিনি হলেন চিত্রনায়ক জয় চৌধুরী।
পরপর দু’টি ছবিতে জুটি বেঁধে আলোচনায় এসেছিলেন তারা। হালে একসঙ্গে একটি মডেল হান্ট রিয়েলিটি শোতেও বিচারক আসনে তাদের দেখা গেছে।
ক্যারিয়ারের বাইরে তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়েও নানা গুঞ্জন এরমধ্যে ডালপালা ছড়িয়েছে।
বছরের শেষ দিনে ভক্তদের চমকে দিয়ে ঢাকাই ছবির কিং শাকিব খানের প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাস যেন সে গুঞ্জনে হাওয়া দিলেন আরও।
প্রকাশ হলো বর-কনের সাজে দুজনের ছবি, রিলে দেখা গেলো কাবিন নামায় সাক্ষর করছেন জয় চৌধুরী। দর্শকরা ভাবতেই পারেন, তবে কি নতুন জীবন শুরু করছেন অপু-জয়?
অবশ্য খুব বেশি গুঞ্জনের সুযোগ রাখলেন না অপু-জয় জুটি।
সকাল সন্ধ্যাকে জয় চৌধুরী নিশ্চিত করলেন, “না, তেমন কিছু নয়।”
তিনটি ফ্যাশন ব্র্যান্ডের ফটোশুটে অংশ নিয়েছিলেন তারা। এই ফটোশুটে অংশ নিতে নিজেদের প্রস্তুত করেছেন দীর্ঘদিন।
“তিনটি ব্র্যান্ডের ফটোশুটে অংশ নিয়েছিলাম আমরা। একসঙ্গেই কাজটা হয়েছে। আমরা চেষ্টা করেছি খুবই মানসম্পন্নভাবে কাজটি করতে। আমি বা অপু দীর্ঘদিন নতুন কোনো কাজে জড়াইনি এ কাজটি করতে গিয়ে। অনেক শ্রম দিয়েছি। অনেক প্রস্তুতি ছিল। সবশেষে কাজটা খুব ভালো হয়েছে, এতেই আমরা খুশি।”
তিনটি আলাদা আলাদা গানের সঙ্গে ভিডিও কন্টেন্ট আকারে তাদের এ কাজ দেখতে পাবেন দর্শকরা, বললেন জয়।
তবে ভিডিওতে কোনো মৌলিক গান রাখা হয়নি; ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবেই গান এসেছে।
জেকে ফরেন ব্র্যান্ড, এলিনি এবং নুসরাত ক্রিয়েশন- এই তিনটি ফ্যাশন ব্র্যান্ডের জন্য এবার কাজ করেছেন অপু-জয়।
বছরের শেষ দিন অপু বিশ্বাসের ফেইসবুক টাইমলাইনে দেখা গেলো ছবি ও ভিডিও; দর্শকরাও অপু-জয়ের এই যুগলবন্দি দেখে প্রশংসায় ভাসিয়ে মন্তব্য করছেন।