বাংলাদেশি ভক্তদের আর্জেন্টিনা নিয়ে মাতামাতি অজানা নয় লিওনেল মেসিদের। কাতার বিশ্বকাপ জয়ের পর বুয়েন্স আইরেসে উদযাপনে দেখা মিলেছিল বাংলাদেশি পতাকার।
এরপর থেকে নানা সময়ে বাংলাদেশ নিয়ে আগ্রহ দেখা গেছে আর্জেন্টাইনদের। বাংলাদেশে চলা ছাত্র-আন্দোলনেও সমর্থন ছিল আর্জেন্টিনার মিডফিল্ডার এনসো ফার্নান্দেসের। কোচ লিওনেল স্কালোনিসহ অন্যরা নানা সময় বাংলাদেশি সমর্থকদের কৃতজ্ঞতা জানিয়েছেন।
এবার সেই আবেগ আর ভালোবাসার ছাপ রইল আর্জেন্টিনার নতুন জার্সির বিজ্ঞাপনে। নিজেদের ভেরিফায়েড এক্সে নতুন জার্সি নিয়ে এক মিনিট ১৭ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। জার্সির ভিডিওতে জায়গা পেয়েছে বাংলাদেশও।
নতুন জার্সিতে পরে ভিডিওতে দেখা গেছে লিওনেল মেসিসহ অন্য তারকাদের। অ্যাডিডাসের সঙ্গে এএফএর সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে তৈরি করা হয়েছে বিশেষ এই জার্সি। সেই ভিডিওর ৪৮ এবং ৪৯ সেকেন্ডে দেয়ালে ঝোলানো একটি টিভিতে দেখা যায় বাংলাদেশের সমর্থকদের উন্মাদনা।
বড় স্ক্রিন বসিয়ে আর্জেন্টিনার গোল উদযাপন করছেন বাংলাদেশের হাজারো আর্জেন্টাইন সমর্থক, এই দৃশ্য নিশ্চয়ই দোলা দিয়ে যাবে বাংলাদেশি সমর্থকদের। আগামী মঙ্গলবার পেরুর বিপক্ষে এই জার্সি পরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলবেন মেসিরা।
এদিকে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের সময় ব্রাজিলের রেফারি অ্যান্দারসন দারোঙ্কোকে আঙুল উঁচিয়ে শাসিয়েছিলেন মেসি। প্যারাগুয়ের ডিফেন্ডার ওমর আলদেরেতে দ্বিতীয় হলুদ কার্ড না দেখানোতেই মেজাজ হারিয়েছিলেন মেসি।
এসবিএস স্পোর্টস জানিয়েছে, মেসি সে সময় বলেছিলেন, ‘‘তুমি একজন কাপুরুষ, আমি তোমাকে পছন্দ করি না।’’
এমন আচরণের জন্য শাস্তিও হতে পারে মেসির। তিনি পেতে পারেন নিষেধাজ্ঞা।