ঢাকা বোট ক্লাবে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে চিত্রনায়িকা পরীমনি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমির বিরুদ্ধে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেওয়া হয়েছে।
রবিবার ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদের আদালত তাদের সময় আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেয়।
ধর্মীয় সংগঠনের বাধার মুখে শো রুম উদ্বোধন করতে না পারায় পরীমনি সোশাল মিডিয়া ফেইসবুকে ক্ষোভ প্রকাশ করার পরদিন তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির এ খবর এলো।
আদালত আগামী ২০ মার্চ মামলার সাক্ষ্যগ্রহণ শুরুর তারিখ ধার্য করেছে বলে পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী) নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “আজকে মামলাটি চার্জ শুনানির জন্য ছিল। কিন্তু পরীমনি অসুস্থ থাকায় আদালতে হাজির হতে পারেননি। অপর আসামি জিমির পক্ষেও সময় আবেদন করা হয়। আদালত সেই সময় আবেদন নামঞ্জুর করে তাদের বিরুদ্ধে চার্জ গঠনের আদেশ দেন। চার্জ গঠনের ফলে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেন।”
সম্প্রতি মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই ঢাকা জেলার পরিদর্শক মো. মনির হোসেন ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পরীমনি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমি ওরফে জিমের বিরুদ্ধে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগের সত্যতা পেয়েছে মর্মে প্রতিবেদন দাখিল করেন।
আরেক আসামি ফাতেমা তুজ জান্নাত বনির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি, বলা হয়েছে প্রতিবেদনে।
মামলা বলা হয়, পরীমনি ও তার সহযোগীরা অ্যালকোহলসেবী। সুযোগ বুঝে তারা বিভিন্ন নামিদামি ক্লাবে ঢুকে অ্যালকোহল পান করেন এবং পার্সেল নিয়ে মূল্য পরিশোধ করেন না। পরীমনি তার পরিচিত পুলিশ কর্মকর্তাদের দিয়ে মিথ্যা মামলা করে হয়রানির ভয় দেখান। ২০২১ সালের ৯ জুন রাত ১২টার পর আসামিরা সাভারের বোট ক্লাবে ঢুকে দ্বিতীয় তলার ওয়াশরুম ব্যবহার করেন।
পরে তারা ক্লাবের ভেতরে বসে অ্যালকোহল পান করেন। বাদী ও তার সহযোগী শাহ শহিদুল আলম রাত সোয়া ১টার দিকে যখন ক্লাব ত্যাগ করছিলেন, তখন পরীমনি উদ্দেশ্যমূলকভাবে বাদী নাসির উদ্দিনকে ডাক দেন এবং তাদের সঙ্গে কিছু সময় বসার অনুরোধ করেন।
একপর্যায়ে পরীমনি অশ্লীল অঙ্গভঙ্গির মাধ্যমে নাসির উদ্দিনকে আকৃষ্ট করার চেষ্টা করেন এবং একটি ব্লু লেবেল অ্যালকোহলের বোতল বিনা মূল্যে পার্সেল দেওয়ার জন্য বাদিকে চাপ দেন।
এতে রাজি না হওয়ায় পরীমনি বাদীকে গালমন্দ করেন। বাদি এবং আসামিদের মধ্যে বাদানুবাদের একপর্যায়ে পরীমনি বাদীর দিকে একটি সারভিং গ্লাস ছুড়ে মারেন এবং হাতে থাকা মোবাইল ফোনটিও ছুড়ে মারেন।
এতে নাসির উদ্দিন মাথায় এবং বুকে আঘাতপ্রাপ্ত হন।
এ ঘটনায় পরীমনি ও তার সহযোগীদের বিরুদ্ধে নাসির উদ্দিনকে মারধর ও হত্যার হুমকি এবং ও বোট ক্লাবে ভাঙচুরের অভিযোগ এনে মামলাটি করা হয়।
এই ঘটনাকে কেন্দ্র করে পরীমনি সাভার থানায় বাদীসহ দুজনের বিরুদ্ধে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে একটি মামলা করেন। মামলাটি ঢাকার ৯ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে।
২০২১ সালের অগাস্টে গ্রেপ্তার পরীমনি জামিনে মুক্তি পাওয়ার পর বিয়ে করেন চিত্রনায়ক শরীফুল রাজকে। তাদের ঘরে একটি সন্তানও আসে। তবে গত বছর তাদের বিচ্ছেদ হয়।
সম্প্রতি ভারতের ভিসা না পাওয়ায় টলিউডের বড় পর্দায় নিজের অভিষেকের দিন উপস্থিত থাকতে না পেরে হতাশা ব্যক্ত করেছিলেন পরীমনি।
শনিবার ২৫ জানুয়ারি টাঙ্গাইলে চিত্রনায়ক শাকিব খানের মালিকানাধীন কসমেটিক্স ব্যান্ড হারল্যান এর একটি শাখা হারল্যান স্টোর উদ্বোধনেও আসে বাধা।
হেফাজতে ইসলাম ও খেলাফতে মজলিশের আপত্তির মুখে অনুষ্ঠানটি বন্ধ করতে বাধ্য হন স্থানীয় হারল্যান স্টোরের মালিক ও পরিবেশক মীর মাসুদ রানা।
এমন ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে বসেন চিত্রনায়িকা পরীমনি। প্রশ্ন তোলেন, “এতো চুপ করে থাকা যায় নাকি! পরাধীন মনে হচ্ছে। শিল্পীদের এতো বাধা কেন আসবে!? ইনসিকিউর ফিল হচ্ছে! এমন স্বাধীন দেশে নিরাপদ নই কেন আমরা!!’
বর্তমান সরকারের প্রতি ইঙ্গিত করে জুলাই গণআন্দোলনে সরব এ অভিনেত্রী লিখেছেন, “মেহজাবীন, পড়শী এর আগে এমন হেনস্থার শিকার হয়েছেন! ধর্মের দোহাই দিয়ে কি প্রমাণ করতে চলেছেন তারা!? কি বলার আছে আর …। এ দেশে সিনেমা-বিনোদন সব বন্ধ করে দেয়া হোক তাহলে! তাহলে কি আমরা ধরে নেব, আমরা ইমোশনালি ব্যবহার হয়েছিলাম তখন! নাকি এখন হচ্ছি? কোনটা? এই দায়ভার কিন্তু আমাদের সবার নিতে হবে।”
শো-রুমটির মালিক ও হারল্যানের পরিবেশক মীর মাসুদ রানা বলেন, “উদ্বোধনী অনুষ্ঠানে পরীমণির থাকার কথা ছিল। কিন্তু এখানে কিছু বাধা আসে। খেলাফতে মজলিস ও হেফাজতে ইসলামের পক্ষ থেকে বাধা আসে। পরীমণি আসলে নাকি সমস্যা হয়। ওনারা তাই অনুষ্ঠান বাতিল করতে বলেন, তা না হলে তারা অবস্থান কর্মসূচি দিবেন বলেও জানান।
“বিষয়টি নিয়ে হেফাজতে ইসলামের এক নেতাও ফোন করেছিলেন। উনার নাম মুফতি সুলাইমান হাবীব। বিষয়টি হারল্যানের ঢাকা অফিসে জানালে ধর্মপ্রাণ মুসল্লিদের প্রতি সম্মান জানিয়ে উদ্বোধনী অনুষ্ঠানটি স্থগিত করা হয়। উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে প্রচার-প্রচারণা, প্রস্তুতি ছিল, অনেকে এসেছিলেন। আমার অনেক ক্ষতি হলো।”
মীর মাসুদ রানা জানান, এ বিষয়ে থানা পুলিশও অবগত। বড় কোনও জটিলতা তৈরি হলে পরিস্থিতি কী হবে, এই ভাবনা থেকে থানা থেকে আপাতত অনুষ্ঠানটি বন্ধ করতে অনুরোধ জানানো হয়।
যদিও ১৫ দিন ধরেই টাঙ্গাইলে মাইক বাজিয়ে পরীমনির আগমনের খবর জানানো হচ্ছিল তাদের উদ্যোগে।
এ ঘটনাকে কেন্দ্র করে পরীমনির এ স্ট্যাটাসে ১৪ ঘণ্টায় ১ লক্ষ ৪৪ হাজার লাইক ও প্রায় ৫৮ হাজার কমেন্ট পড়েছে। তার এ স্ট্যাটাসকে কেন্দ্র করে যখন আলোচনা তুঙ্গে তখনই এলো গ্রেপ্তারের খবর।
২০২১ সালের ৪ আগস্ট বিকালে ঢাকার বনানীর ১২ নম্বর সড়কে পরীমনির বাসায় অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের মদ, আইস ও এলএসডি উদ্ধারের কথা জানায় র্যাব। আটক করা হয় পরীমনিকে। পরদিন বনানী থানায় করা মাদকের মামলায় পরীমনিকে গ্রেপ্তার দেখানো হয়। এই মামলায় পরীমনিকে দুই দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে জামিনে মুক্তি পান তিনি।
এর আগে সাভারের বিরুলিয়ায় তুরাগ তীরে বোট ক্লাবে ২০২১ সালের ৮ জুন পরীমনির হেনস্তার শিকার হওয়ার অভিযোগ তোলার পর তা নিয়ে শোরগোল পড়ে যায়।
পাঁচ দিন পর ১৩ জুন পরীমনি এক ফেইসবুক পোস্টে লেখেন, “আমি শারীরিক নির্যাতনের শিকার হয়েছি। আমাকে রেপ এবং হত্যা করার চেষ্টা করা হয়েছে। আমি এর বিচার চাই।”
ওই ঘটনায় প্রধানমন্ত্রীর কাছে বিচার চেয়ে লেখা এই পোস্ট দ্রুত সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।
ওই দিনই গুলশানে নিজের বাড়িতে সংবাদ সম্মেলন করে অভিযোগ জানান পরীমনি। পরদিন ধর্ষণচেষ্টা, হত্যাচেষ্টা ও মারধরের অভিযোগে ছয়জনের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা করেন এই চিত্রনায়িকা।
মামলা দায়েরের পরই রাজধানীর উত্তরার এক বাসা থেকে ব্যবসায়ী নাসির ও অমিকে গ্রেপ্তার করে পুলিশ। তদন্ত শেষে পুলিশ ৭ সেপ্টেম্বর তিনজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয়। ওই ঘটনা নিয়ে আলোচনার মধ্যেই ওই বছরের ৪ অগাস্ট রাজধানীর বনানীর বাসা থেকে পরীমনিকে ‘বিদেশি মদসসহ’ গ্রেপ্তার করে র্যাব। পরে জামিনে ছাড়া পান তিনি।
বোট ক্লাবে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদসহ তিনজনের বিরুদ্ধে করা মামলায় গত সেপ্টেম্বর আদালতে সাক্ষ্য দিয়েছেন পরীমনি।
রবিবার মামলার শুনানি শেষে বাদী ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের আইনজীবী একে এম সোহেল জানান, দণ্ডবিধির ৩২৩ ও ৫০৬ ধারায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে আদালত সর্বোচ্চ সাজা ৩ বছরের কারাদণ্ড দিতে পারে। এই দুই ধারায় সর্বনিম্ন এক বছরের কারাদণ্ড হতে পারে।
“আমরা আশাবাদী, এই মামলায় পরীমনির সর্বোচ্চ সাজা ৩ বছর যেন হয়”, বলেন তিনি।
দণ্ডবিধির ৩২৩ ধারা
এ ধারায় বলা হয়েছে, যদি কেউ কোনও ব্যক্তিকে ইচ্ছাকৃতভাবে আঘাত দেয়, তবে উক্ত ব্যক্তি এক বৎসর পর্যন্ত যেকোনও মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে অথবা এক হাজার টাকা পরিমাণ অর্থ দণ্ডে অথবা উভয় দণ্ডেই দণ্ডিত হবে।
দণ্ডবিধির ৫০৬ ধারা
এ ধারায় বলা হয়েছে, কোনও ব্যক্তি যদি অপরাধমূলক ভীতি প্রদর্শনের অপরাধ করে, তবে সে ব্যক্তি দুই বৎসর পর্যন্ত যে কোনও মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে অথবা অর্থ দণ্ডে অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে।