মুম্বাইয়ে সাইফ আলি খানের বাড়িতে ঢুকে তার ওপর হামলায় জড়িত সন্দেহে যে যুবক গ্রেপ্তার হয়েছেন, তিনি বাংলাদেশি বলে সন্দেহ করছে মহারাষ্ট্র পুলিশ।
এনডিটিভি জানিয়েছে, মহারাষ্ট্রের থানে এলাকা থেকে মুহাম্মদ শরীফুল ইসলাম শাহজাদ (৩০) নামে ওই যুবককে গ্রেপ্তার করা হয়।
ব্রান্দ্রায় সাইফের বাড়ি থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে কাসারভাদাবালি এলাকার হীরানন্দিনী এস্টেট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মুম্বাই পুলিশের ডেপুটি কমিশনার দীক্ষিত গেদাম সাংবাদিকদের বলেন, “প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ওই ব্যক্তি বাংলাদেশের নাগরিক হতেও পারেন। কারণ তার কাছে ভারতীয় নাগরিকত্বের প্রমাণস্বরূপ কোনও নথি পাওয়া যায়নি। আর তার কাছে এমন কিছু পাওয়া গেছে, যাতে মনে হচ্ছে তিনি বাংলাদেশি।”
মুম্বাইসহ বিভিন্ন শহরে অনেক অবৈধ বাংলাদেশি রয়েছেন বলে ভারতীয় কর্মকর্তারা দাবি করে আসছেন। কূটনৈতিক টানাপড়েনের মধ্যে তাদের চিহ্নিত করে আটকে অভিযানেও নেমেছে পুলিশ।
গত বুধবার গভীর রাতে বলিউড তারকা সাইফের বাড়িতে ঢুকে পড়েন এক ব্যক্তি। তাকে উপর্যুপরি ছয়টি ছুরিকাঘাত করেন। আহত সাইফ এখন হাসপাতালে রয়েছেন। তিনি আশঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন।
সাইফের ওপর হামলার ঘটনার তদন্তে নেমে শরীফুলকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের ধারণা, চুরির উদ্দেশ্য নিয়ে সাইফের বাড়িতে ঢুকেছিলেন তিনি।
পুলিশ কর্মকর্তা দীক্ষিত গেদাম বলেন, “তদন্তে পাওয়া গেছে যে ওই যুবক সাইফ আলি খানের বাড়িতে চুরি করতে ঢুকেছিল।”
এই যুবক বিজয় দাস নাম নিয়ে গত চার মাস ধরে মুম্বাইয়ে থাকছিলেন বলে জেনেছে পুলিশ। তিনি কাজ করতেন একটি হাউজকিপিং কোম্পানিতে।
পুলিশ জানিয়েছে, থানে এলাকায় শরীফুলকে ঘুমন্ত অবস্থায় পাওয়া যায়। ঝোঁপ-জঙ্গলের মধ্যে জড়ো করা শুকনো ঘাসের মধ্যে শুয়ে ছিলেন তিনি। তার কাছ থেকে কাস্তে জাতীয় ধারাল অস্ত্র এবং একটি তোয়ালে পাওয়া গেছে।
সাইফের ওপর হামলার অভিযোগে এর আগে শনিবার আকাশ কৈলাশ কন্যজিয়া নামে আরেক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। তাকে গ্রেপ্তার করা হয় ছত্তিসগড় রাজ্যের একটি রেলস্টেশন থেকে। তাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।