Beta
বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪

জেসুসের হ্যাটট্রিকে সেমিফাইনালে আর্সেনাল

হ্যাটট্রিক করেছেন জেসুস। ছবি : এক্স
হ্যাটট্রিক করেছেন জেসুস। ছবি : এক্স
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

[publishpress_authors_box]

পুরো মৌসুমে কেবল একটি গোল ছিল গ্যাব্রিয়েল জেসুসের। আর ২০২৪ সালে আর্সেনালের হয়ে গোল করেছিলেন দুটি। সেই জেসুস জ্বলে উঠলেন সঠিক সময়ে। লিগ কাপ কোয়ার্টার ফাইনালে হ্যাটট্রিক করলেন ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে। ২০২২ সালের এপ্রিলের পর ক্লাব ক্যারিয়ারে এটাই প্রথম হ্যাটট্রিক এই ব্রাজিলিয়ানের।

তাতে পিছিয়ে পড়েও ৩-২ গোলের জয়ে সেমিফাইনালে পৌঁছাল আর্সেনাল। জেসুস গোল খরা কাটানোয় খুশি কোচ মিকেল আরতেতা, ‘‘খুব ভালো লাগছে জেসুসের জন্য। অনেক দিন পর গোল পেল ও। ক্লাবের যখন দরকার তখনই নিজেকে মেলে ধরেছে জেসুস।’’

সেমিফাইনালের টিকিট পেয়েছে লিভারপুল আর নিউক্যাসলও। লিভারপুল ২-১ গোলে হারিয়েছে সাউদাম্পটনকে আর নিউক্যাসল ৩-১ গোলে ব্রেন্টফোর্ডকে।

লিভারপুলের হয়ে এক গোল করেছেন নুনিয়েস। ছবি : এক্স

লিভারপুলের হয়ে একটি করে গোল দারউইন নুনিয়েস ও এলিয়টের। নিউক্যাসলের হয়ে জোড়া গোল সান্দ্রো টোনালির। অপর গোলটি ফাবিয়ানের।

এছাড়া ফ্রেঞ্চ লিগে উসমান দেম্বেলের জোড়া গোলে পিএসজি ৪-২ ব্যবধানে হারিয়েছে মোনাকোকে।

লা লিগার দুই ম্যাচই হয়েছে ড্র। ভিয়ারিয়াল ১-১ গোলে ড্র করেছে রায়ো ভায়েকানোর সঙ্গে। এস্পানিওল-ভ্যালেন্সিয়া ম্যাচও শেষ হয় ১-১ সমতায়।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত