লিভারপুলের সঙ্গে এই মৌসুমেই চুক্তি শেষ হচ্ছে মোহাম্মদ সালাহর। চুক্তি নবায়নে অগ্রগতি নেই কোন। তবে নিজের কাজটা ঠিকই করে যাচ্ছেন সালাহ। শনিবার ইপসউইচ টাউনকে ৪-১ গোলে হারানো ম্যাচে লক্ষ্যভেদ করেছেন একবার। তাতে প্রিমিয়ার লিগের গোলের সংখ্যায় ছাড়িয়ে গেছেন থিয়েরি অঁরিকে।
সালাহর গোল এখন ১৭৬টি, যা প্রিমিয়ার লিগের সপ্তম সেরা। অঁরির গোল ১৭৫টি। এটি অ্যানফিল্ডে লিভারপুলের হয়ে মিসরীয় তারকার প্রিমিয়ার লিগে ১০০তম গোলও।
প্রিমিয়ার লিগে বিদেশি খেলোয়াড়দের মধ্যে ১৭৬ গোল নিয়ে দ্বিতীয়স্থানে সালাহ। বিদেশিদের মধ্যে সবচেয়ে বেশি ১৮৪ গোল আগুয়েরোর।
সবমিলিয়ে সবচেয়ে বেশি ২৬০ গোলের রেকর্ড অ্যালেন শিয়েরারের। এই মৌসুম লিগে ২২ ম্যাচে সালাহর গোল ১৯টি, অ্যাসিস্ট ১৩টি। ছন্দে থাকা এমন একজনকে হেলায় ছেড়ে দিবে লিভারপুল?
প্রিমিয়ার লিগের ফল
লিভারপুল ৪ : ১ ইপসউইচ
উলভস ০ : ১ আর্সেনাল
বোর্নমাউথ ৫ : ০ নটিংহাম
সাউদাম্পটন ১ : ৩ নিউক্যাসল
ম্যানসিটি ৩ : ১ চেলসি
এছাড়া ইপসউইচের বিপক্ষে জোড়া গোল করেছেন কোডি গাকপো, অপর গোলটি দমিনিক সোবোসলাইয়ের। এই জয়ে ২২ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানটা সুসংহত করল লিভারপুল। ১১তম মিনিটে বক্সের বাইরে থেকে দারুণ এক শটে গোলের শুরুটা করেন সোবোসলাই।
সালাহ ইতিহাস গড়া গোলটি করেন ৩৫তম মিনিটে। ৪৪ মিনিটে গাকপো তৃতীয় গোলটি করে গড়ে দেন ম্যাচের ভাগ্য। ৬৬ মিনিটে ট্রেন্ট আলেকজান্ডার–আরনল্ডের অ্যাসিস্টে নিজের দ্বিতীয় গোল করেন গাকপো। ২৯ শতাংশ বলের দখল নিয়ে খেলা ইপসউইচ এক গোল ফেরায় ম্যাচের শেষ মিনিটে।
প্রিমিয়ার লিগের অপর ম্যাচে এই মৌসুমে চমক হয়ে আসা নটিংহাম ফরেস্টকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে বোর্নমাউথ। টানা আট ম্যাচ পর এটাই প্রথম হার নটিংহামের। বোর্নমাউথের হয়ে হ্যাটট্রিক করেছেন দাঙ্গো কোয়াত্রা।
এই হারেও ২৩ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে নটিংহাম। শনিবার উলভসকে ১-০ গোলে হারানো আর্সেনাল আছে দুইয়ে। তাদের পয়েন্ট ২৩ ম্যাচে ৪৭। ম্যাচে লাল কার্ড দেখেছিলেন দুই দলের দুজন। আর ৭৪ মিনিটে আর্সেনালের ক্যালাফিওরির গোল গড়ে দেয় ম্যাচের ভাগ্য।
অপর ম্যাচে অভিষিক্ত আবদুকোদির খুসানভের হাস্যকর ভুলে চেলসির বিপক্ষে তৃতীয় মিনিটেই পিছিয়ে পড়েছিল ম্যানচেস্টার সিটি। তবে শেষ পর্যন্ত ৩-১ গোলের জয়ে পয়েন্ট টেবিলের চারে উঠে এসেছে তারা। ৪২ মিনিটে ইওস্কো গাভারদিওলের গোলে সমতা ফেরায় সিটি। ৬৮ মিনিটে আর্লিং হলান্ড ও ৮৭ মিনিটে ফিল ফোডেনের গোলে হারিয়েছে প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা।
ম্যানসিটির হয়ে আরেক অভিষিক্ত মিসরীয় ফরোয়ার্ড ওমর মারমউশ একবার বল জালে পাঠিয়েছিলেন, তবে অফসাইডের কারণে গোল পাননি। ২৩ ম্যাচে ম্যানসিটির পয়েন্ট এখন ৪১ আর চেলসির ৪০।