Beta
বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫
Beta
বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫

ক্যান্সারের সঙ্গে লড়ে চলে গেলেন কলকাতার নির্মাতা অরুণ রায়

Arun Roy feature
[publishpress_authors_box]

স্বনামধন্য বাংলা চলচ্চিত্র পরিচালক অরুণ রায় চলে গেলেন না ফেরার দেশে। বৃহস্পতিবার মাত্র ৫৬ বছর বয়সে এক গুরুতর ফুসফুস সংক্রমণে মারা গেছেন তিনি। এক বছরেরও বেশি সময় ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন এই পরিচালক। কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এক চিকিৎসকের বরাতে জানিয়েছে ইন্ডিয়া টুডে।

অরুণ রায়

অরুণ রায়ের পুরো নাম অরুণাভ রায়চৌধুরী। সম্প্রতি স্বাস্থ্যের অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে তাকে রাখা হয় আইসিইউতে এবং পরে বাইপ্যাপ সিস্টেমের সহায়তায় রাখা হয়েছিল। তবে গত কয়েক দিনে তার অবস্থা আরও খারাপ হওয়ায় তাকে ভেন্টিলেশনে নিতে হয়।

হাসপাতালে অরুণ রায়কে চিকিৎসা করছিলেন ড. কিঞ্জল  নন্দ। অরুণের মৃত্যুতে ফেসবুকে তিনি লিখেছেন, “শান্তিতে থাকো, আমার হীরালাল, যেমন ছিল আসল হীরালাল।”

ডাঃ কিনজাল নন্দ আরও জানান, অরুণ রায়ের মরদেহ বৃহস্পতিবার দুপুর ১টায় তার হরিদেবপুরের বাসভবনে নিয়ে যাওয়া হবে। এরপরে, তার মরদেহ টেকনিশিয়ান’স স্টুডিওতে রাখা হবে, যেখানে ভক্ত ও সহকর্মীরা শেষ শ্রদ্ধা জানাতে পারবেন।

অরুণ রায় তার প্রথম চলচ্চিত্র ‘হীরালাল সেন’ দিয়ে খ্যাতি অর্জন করেন। যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন কিঞ্জল নন্দ।

২০২৩ সালে অরুণ রায় নির্মাণ করেন ‘বাঘা যতীন’। বিপ্লবী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের জীবনী নিয়ে নির্মিত এই সিনেমায় অভিনেতা দেব প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন। এই চলচ্চিত্র নির্মাণের সময়ই অরুণ রায়ের খাদ্যনালীতে ক্যান্সার ধরা পড়ে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত