Beta
শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
Beta
শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

ছেলের মুখোমুখি হওয়ার অপেক্ষায় বাবা

young1
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

[publishpress_authors_box]

এ বছরের অক্টোবরে এনবিএতে অনন্য এক কীর্তিই হয়েছে। লস অ্যাঞ্জেলস লেকারের হয়ে একই দলে ছেলে ব্রনি জেমসের সঙ্গে খেলেছেন বাবা লেব্রন জেমস। ফুটবলে হতে চলেছে আরও রোমাঞ্চকর কিছু। ইংলিশ সাবেক তারকা অ্যাশলি ইয়াং খেলতে চলেছেন তারই ছেলে টাইলার ইয়াংয়ের বিপক্ষে!

এফএ কাপের তৃতীয় রাউন্ডের ড্রতে জেগেছে সেই সম্ভাবনা। ড্রতে অ্যাশলি ইয়াংয়ের এভারটন আর তার ছেলে টাইলার ইয়াংয়ের দল পিটারবারা ইউনাইটেড মুখোমুখি হবে আগামী ১১ জানুয়ারি। এভারটনের মাঠ গুডিসন পার্কে বাবা-ছেলে সুস্থ থাকলে মুখোমুখি হয়ে গড়বেন অনন্য নজির।

ছেলের বিপক্ষে খেলতে তর সইছে না ম্যানচেস্টার ইউনাইটেড, ইন্টার মিলান, ওয়াটফোর্ড, অ্যাস্টন ভিলার মতো দলে প্রায় ৭৫০টি ম্যাচ খেলা অ্যাশলি ইয়াংয়ের। ড্রর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ডিফেন্ডার লিখেছেন, ‘‘ “ওয়াও…, তাহলে সত্যি হতে পারে স্বপ্ন।”

২০০৭ থেকে ২০১৮ পর্যন্ত ইংল্যান্ডের হয়ে ৩৯ ম্যাচ খেলেছেন অ্যাশলি ইয়াং। তার ছেলে টাইলার আর্সেনালের একাডেমিতে যোগ দেন ৯ বছর বয়সে। বাবা ডিফেন্ডার হলেও তিনি মিডফিল্ডার। কিছুদিন আগে ইএফএল ট্রফির ম্যাচ দিয়ে পেশাদার ফুটবলে অভিষেক হয়েছে ১৮ বছর বয়সী এই ফুটবলারের।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত