ভারতকে হারিয়ে যুব এশিয়া কাপের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে বাংলাদেশ। টানা দ্বিতীয়বার এশিয়ার ‘বিশ্বকাপ’ জেতার আনন্দের মাঝেই অর্থ পুরস্কারের সুসংবাদ পেলেন অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা। এশিয়া কাপজয়ী দলকে ৫০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছে ক্রীড়া মন্ত্রণালয়।
রবিবার (৮ ডিসেম্বর) দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ভারতকে ৫৯ রানে হারিয়ে টানা দ্বিতীয়বার এশিয়ার শ্রেষ্ঠত্ব জিতেছে বাংলাদেশ। গত বছর একই ভেন্যুতে আয়োজক সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে প্রথমবার অনূর্ধ্ব-১৯ পর্যায়ের প্রতিযোগিতাটি জিতেছিল বাংলাদেশের যুবারা।
আজিজুল হাকিমদের এই সাফল্যে অর্থ পুরস্কার ঘোষণা দিয়েছে ক্রীড়া মন্ত্রণালয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বিষয়টি। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনূর্ধ্ব-১৯ দল টানা দ্বিতীয়বার এশিয়া কাপের শিরোপা জেতায় ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ৫০ লাখ টাকা আর্থিক পুরস্কার ঘোষণা করেছেন।
দুবাইয়ের ফাইনালে বাংলাদেশ স্কোরবোর্ডে বেশি রান তুলতে পারেনি। ৪৯.১ ওভারে অলআউট হওয়ার আগে ১৯৮ রান করতে পারে লাল-সবুজ জার্সিধারীরা। তবে বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে ভারতের জন্য এই স্কোরই হয়ে ওঠে চ্যালেঞ্জিং। শেষ পর্যন্ত ভারতকে ৩৫.২ ওভারে ১৩৯ রানে অলআউট করে বাংলাদেশ পায় ৫৯ রানের জয়।