অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় (এলজিআরডি) উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, “ষড়যন্ত্রকারীরা থেমে নেই। আমাদেরকে (অন্তর্বর্তী সরকার) ব্যর্থ করার এই ষড়যন্ত্রে যে বা যারাই জড়িত থাকুক, তাদের কাউকেই বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না।”
বৃহস্পতিবার সচিবালয়ের ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন শেষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা এই হুশিঁয়ারি দেন।
শেখ হাসিনা পতনের আন্দোলনে নেতৃত্ব দিয়ে সরকারে দায়িত্ব পাওয়া আসিফ মাহমুদ স্থানীয় সরকার ও যুব ও ক্রীড়া উপদেষ্টার পদ সামলাচ্ছেন, তার দুটি দপ্তরই ৭ নম্বর ভবনে।
আসিফ রংপুর অঞ্চল সফরে ছিলেন। নীলফামারীতে অবস্থান করছিলেন তিনি। সচিবালয়ে আকস্মিক অগ্নিকাণ্ডের খবর পেয়ে উত্তরবঙ্গের কর্মসূচি স্থগিত করে বৃহস্পতিবার সকালে ঢাকায় ফিরে আসেন।
অগ্নিকাণ্ডের ঘটনা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বিগত সময়ে হওয়া অর্থ লোপাট, দুর্নীতি নিয়ে আমরা কাজ করে যাচ্ছিলাম। কয়েক হাজার কোটি টাকা লুটপাটের প্রমাণও পাওয়া গিয়েছিল।”
আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এখনও জানা যায়নি জানিয়ে তিনি ক্ষয়ক্ষতি নিরূপণ ও অগ্নিকাণ্ডের কারণ উদঘাটনের জন্য মন্ত্রণালয়ভিত্তিক তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন।
বুধবার দিবাগত মধ্যরাতে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগে। ঢাকায় ফায়ার সার্ভিস সদর দপ্তরের কয়েকশ গজ দূরেই সচিবালয়।
রাত ২টা আগুন লাগার খবর পেয়েই ফায়ার সার্ভিসের কর্মীরা ছুটে যায় সচিবালয়ে। তাদের সহায়তা করতে যোগ দেয় পুলিশসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা।
১০ ঘণ্টা পর বেলা পৌনে ১২টার দিকে আগুন পুরোপুরি নেভানো হয় বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়। আগুন নেভাতে কাজ করে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট। আগুন নেভাতে গিয়ে সড়কে ট্রাকচাপায় নিহত হন ফায়ার সার্ভিসের এক কর্মী।