Beta
শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
Beta
শুক্রবার, ৫ জুলাই, ২০২৪

আসামে বন্যায় প্লাবিত ১৯ জেলা, পানিবন্দি ৬ লাখ

আসাম
Picture of সকাল সন্ধ্যা ডেস্ক

সকাল সন্ধ্যা ডেস্ক

ভারতের আসাম রাজ্যের বন্যা পরিস্থিতি ক্রমশ ভয়াবহ রূপ নিচ্ছে। রাজ্যের ১৯টি জেলার এরই মধ্যে প্লাবিত হয়েছে। সেখানে পানিবন্দি হয়ে পড়েছেন ৬ লাখ ৪৪ হাজারের বেশি মানুষ।

বন্যকবলিত জেলাগুলো হলো- কামরুপ, গোলাঘাট, মাজুলি, লাখিমপুর, করিমগঞ্জ, কাছাড়, ধেমাজি, মুড়িগাঁও, উদলগুড়ি, ডিব্রুগড়, তিনসুকিয়া, নাগাঁও, শিবাসাগড়, দারায়, নলবাড়ি, সোনিতপুর, তামুলপুর, বিশ্বনাথ ও জোড়হাট।

আসাম রাজ্য সরকারের দুর্যোগ মোকাবিলা দপ্তর এএসপিএমএ জানিয়েছে, রাজ্যের অন্তত আটটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ব্রহ্মপুত্র নদী জোড়হাট জেলার নেমাটিঘাটে সর্বোচ্চ বন্যার স্তর অতিক্রম করেছে।

নদীগুলো হলো- ব্রহ্মপুত্র, সুবানসিরি, দিখৌ, দিসাং, বুড়িদিহিং, জিয়া-ভারালি, বেকি ও কুশিয়ারা।

এএসপিএমএ এর মঙ্গলবারের বুলেটিনে বলা হয়, জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী (এসডিআরএফ), সেনাবাহিনী, বিমানবাহিনী ও স্থানীয় প্রশাসনসহ একাধিক সংস্থা উপদ্রুত এলাকায় উদ্ধার অভিযান চালাচ্ছে।

রাজ্য সরকারের দুর্যোগ মোকাবিলা দপ্তরের তত্ত্বাবধানে বন্যাকবলিত জেলাগুলোর বিভিন্ন স্থানে এ পর্যন্ত মোট ৭২টি ত্রাণ শিবির খোলা হয়েছে। এসব শিবিরে আশ্রয় নিয়েছেন ৮ হাজার ১৪২ জন। আরও ৬৪টি শিবির খোলা হবে বলে জানিয়েছে দপ্তর।

বন্যায় এরই মধ্যে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া একজন নিখোঁজ রয়েছেন। এ বছর বন্যা, ঝড় ও ভূমিধসে আসামে মৃতের সংখ্যা পৌঁছেছে ৪৫ জনে।

রাজ্যটির লখিমপুর জেলা বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা। সেখানে ১ লাখ ৪৩ হাজারের বেশি মানুষ বন্যাকবলিত। এরপরই রয়েছে ধেমাজি ও কাছাড়া জেলা।

সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা পার্শ্ববর্তী অরুণাচল প্রদেশে ব্যাপক বর্ষণ ও তার ফলে সৃষ্ট পাহাড়ি ঢলকে এই বন্যার জন্য দায়ী করেন।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত