Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

আটকিনসনের হ্যাটট্রিকে ইংল্যান্ডের দাপট

তৃতীয় দিন শুরু করবেন জো রুট ও বেন স্টোকস। ছবি: এক্স
তৃতীয় দিন শুরু করবেন জো রুট ও বেন স্টোকস। ছবি: এক্স
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

[publishpress_authors_box]

২০০৭-০৮ মৌসুমের পর নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ জিততে পারেনি ইংল্যান্ড। এই ইতিহাস মুছে ফেলার সুযোগ তৈরি হয়েছে দীর্ঘ ১৬ বছর পর। ওয়েলিংটন টেস্টের মাত্র দুই দিনের খেলা শেষ হয়েছে। এর মধ্যেই জয়ের সুবাস পাচ্ছে ইংলিশরা। গাস আটকিনসনের হ্যাটট্রিকে কিউইদের প্রথম ইনিংসে দ্রুত অলআউট করে বিশাল লিড দাঁড় করিয়েছে সফরকারীরা।

শনিবার (৭ ডিসেম্বর) দ্বিতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ৩৭৮ রান করেছে ইংল্যান্ড। নিউজিল্যান্ডকে প্রথম ইনিংসে ১২৫ রানে অলআউট করায় ইংলিশদের লিড এখন ৫৩৩ রানের। ইংল্যান্ড প্রথম ইনিংসে করেছিল ২৮০ রান।

ওয়েলিংটন টেস্টে আধিপত্য বিস্তার করা একটি দিন পার করল ইংল্যান্ড। আগুনে বোলিংয়ের পর বারুদে ব্যাটিং তাদের। যেখানে আটকিনসন হ্যাটট্রিক পেয়েছেন, জ্যাকব বেথেল প্রথম শ্রেণি ক্রিকেটে সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন ও জো রুট টেস্ট ক্যারিয়ারের শততম ৫০ ছাড়ানো ইনিংস পেয়েছেন। সব মিলিয়ে টেস্টের তিন দিন বাকি থাকতেই চতুর্থ ইনিংসে রেকর্ড রানতাড়ার সামনে দাঁড়িয়ে গেছে নিউজিল্যান্ড।

গাস আটকিনসনের হ্যাটট্রিক-আনন্দ। ছবি: এক্স

৫ উইকেটে ৮৬ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল কিউইরা। শেষ ৫ উইকেটে ৩৯ রান যোগ করতে পেরেছে তারা। যার মধ্যে শেষ ৩ উইকেট হারিয়েছে ৩ বলে। নাথান স্মিথ, ম্যাট হেনরি ও টিম সাউদিকে আউট করে হ্যাটট্রিক পূরণ করেন আটকিনসন। এই পেসার ৩১ রান দিয়ে নেন ৪ উইকেট। তার মতো ৪ উইকেট পেয়েছেন ব্রেডন কার্সি।

১৫৫ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে ইংল্যান্ড। জ্যাক ক্রলি শুরুতে আউট হলেও পরের দিকের ব্যাটাররা শাসন করেছেন কিউই বোলারদের। তবে আফসোসও আছে। বেথেল (৯৬) ও বেন ডাকেট (৯২) একটুর জন্য সেঞ্চুরি মিস করেছেন। আগের ইনিংসের সেঞ্চুরিয়ান হ্যারি ব্রুক করেন ৫৫ রান। ওলি পোপ আউট হয়েছেন ১০ রানে।

তবে টিকে আছেন জো রুট ও বেন স্টোকস। নিউজিল্যান্ড সফরের বাজে ফর্ম কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছেন রুট। এই ব্যাটার অপরাজিত আছেন ৭৩ রানে। তার সঙ্গে স্টোকস ‍তৃতীয় দিনের খেলা শুরু করবেন ৩৫ রান নিয়ে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত