Beta
সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫
Beta
সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫

টানা ১৪ জয়ে শীর্ষে আতলেতিকো

আলভারেসের গোলে লা  লিগায় এখন শীর্ষে আতলেতিকো। ছবি : এক্স
আলভারেসের গোলে লা লিগায় এখন শীর্ষে আতলেতিকো। ছবি : এক্স
[publishpress_authors_box]

রবিবার রাতে সবটুকু আলো ছিল জেদ্দায় এল ক্লাসিকোর ওপর। এরই মাঝে নিজেদের কাজটা ঠিকঠাক করে গিয়েছি আতলেতিকো মাদ্রিদ। ওসাসুনাকে ১-০ গোলে হারিয়ে লা লিগায় শীর্ষে উঠে এসেছে তারা।

৫৫ মিনিটে ইউলিয়ান আলভারেসের একমাত্র গোল গড়ে দেয় ম্যাচের ভাগ্য। ইতিহাসও হয়েছে তাতে। সব প্রতিযোগিতা মিলিয়ে আতলেতিকো জিতল টানা ১৪ ম্যাচ, যা ক্লাবটির ইতিহাসে টানা সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড।

লা লিগায় ১৯ ম্যাচে আতলেতিকোর পয়েন্ট ৪৪। সমান ম্যাচে রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৪৩, বার্সার ৩৮ আর অ্যাথলেতিকের ৩৬।

সিরি ‘এ’তে হেলাস ভেরোনাকে ২-০ গোলে হারিয়ে শীর্ষেই আছে নাপোলি। ছবি : এক্স

এদিকে সিরি ‘এ’তে হেলাস ভেরোনাকে ২-০ গোলে হারিয়ে শীর্ষেই আছে নাপোলি। ২০ ম্যাচে তাদের পয়েন্ট ৪৭। ইন্টার মিলান ১৮ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে এখন দুই নম্বরে।

মৌসুম জুড়ে ১৯ ম্যাচ অপরাজিত থেকেও জুভেন্টাস আছে পাঁচে! কারণ তাদের জয় কেবল ৭টি আর ড্র ১২ ম্যাচে। ১৯৭৮-৭৯ মৌসুমে ৩০ ম্যাচের লিগে অপরাজিত থেকেও রানার্সআপ হয়েছিল পেরুজিয়া। জুভেন্টাসকে না পেরুজিয়ার ভাগ্য বরণ করতে হয় এবার!

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত