ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় করা হত্যাচেষ্টা মামলায় ছাত্রলীগ নেতা মো. মুক্তাদির হোসেনকে কারাগারে পাঠানো হয়েছে।
মুক্তাদির নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির কেন্দ্রীয় উপ-সামাজিক যোগাযোগমাধ্যম বিষয়ক সম্পাদক। তার বিরুদ্ধে ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যাচেষ্টার মামলা রয়েছে।
শনিবার ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় ছাত্র-জনতা।
রবিবার তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও রমনা জোনাল টিম ডিবির এসআই মো. ইরফান খান।
তবে শুনানির সময় মামলার মূল নথি না থাকায় ঢাকা মহানগর হাকিম মেহেরা মাহবুব আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে আগামী ৩০ ডিসেম্বর রিমান্ড বিষয়ে শুনানির পরবর্তী তারিখ ঠিক করে দেন।
যে মামলায় মুক্তাদিরকে গ্রেপ্তার করা হয়েছে তার অভিযোগে বলা হয়, সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে গত ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করে। এতে তিন শতাধিক শিক্ষার্থী আহত হন। এ ঘটনায় হত্যাচেষ্টার অভিযোগে শাহবাগ থানায় মামলা করেন বিশ্ববিদ্যালয়টির সার্জেন্ট জহিরুল হক হলের শিক্ষার্থী আরমান হোসাইন।
মামলায় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনকে প্রধান আসামি করে মোট ২২০ জনকে এজাহারনামীয় আসামি করা হয়েছে। তাদের একজন ছাত্রলীগের কেন্দ্রীয় উপ-সামাজিক যোগাযোগমাধ্যম বিষয়ক সম্পাদক মো. মুক্তাদির হোসেন।