Beta
বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫
Beta
বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫

গণঅধিকার পরিষদের ফারুকের ওপর হামলা : দুই আসামির জামিন

নাগরিক সমাবেশে গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানের বক্তব্যের পর শুরু হয় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, এতে আহতও হন তিনি। ছবি : হারুন-অর-রশীদ
নাগরিক সমাবেশে গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানের বক্তব্যের পর শুরু হয় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, এতে আহতও হন তিনি। ছবি : হারুন-অর-রশীদ
[publishpress_authors_box]

কেন্দ্রীয় শহীদ মিনারে গণঅধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র ফারুক হাসানের ওপর হামলার ঘটনার মামলায় গ্রেপ্তার দুই আসামিকে জামিন দেওয়া হয়েছে।

আসামিরা হলেন, জাতীয় বিপ্লবী পরিষদের দুই কর্মী মো. শরীফ মিজি ও মো. কোরবান শেখ হিল্লোল। এরা দুজনই জুলাই আন্দোলনে আহত ছিলেন। তবে হাসপাতালে ভর্তি থেকেই গত শনিবার নতুন রাজনৈতিক দল জাতীয় বিপ্লবী পরিষদের কর্মসূচিতে শহীদ মিনারে গিয়েছিলেন তারা।

সোমবার শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম মাহবুব আলমের আদালত ৫০০ টাকা মুচলেকায় তাদের জামিন দেয়।

এর আগে আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক প্রশান্ত কুমার সাহা।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত শনিবার দুপুর ২ টার দিকে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় বিপ্লবী পরিষদ আয়োজিত নাগরিক সমাবেশে অংশ নেন ফারুক হাসান। তিনি সবাবেশে বক্তব্য দেওয়ার সময় আসামিরা কয়েকবার তাকে বাধা দেয়। পরে বক্তব্য শেষ হলে পরিকল্পিতভাবে আসামিরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। আসামি এসকে আবির আহামেদ শরীফ হত্যার উদ্দেশ্যে তার হাতে থাকা টিপ ছুরি দিয়ে ফারুকের কপালে আঘাত করেন, এতে তিনি গুরুতরভাবে জখম হন।

জুলাই আন্দোলনে আহত দুজনকে গ্রেপ্তার : কী ঘটেছিল চক্ষু হাসপাতালে

আসামি হিল্লোলসহ অন্যরা তাকে এলোপাথাড়িভাবে কিল, ঘুষি মেরে ও লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় রবিবার মামলা করেন ফারুক হাসান।

মামলার পরিপ্রেক্ষিতে সোমবার ভোর ৪ টা ২০ মিনিটের দিকে ঢাকার শেরেবাংলা নগর থানার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতাল থেকে আসামিদের গ্রেপ্তার করে পুলিশ।

যুব মহিলা লীগ নেত্রী মীম ২ দিনের রিমান্ডে

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার মামলায় লালবাগ থানা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সাইফা রহমান মীমের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

সোমবার আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক মো. তহিদুল ইসলাম ।

এসময় আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম মো. জাকির হোসাইনের আদালত জামিন নামঞ্জুর করে তার দুই দিনের রিমান্ডের আদেশ দেন।

এর আগে গত ৫ জানুয়ারি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। পরে তাকে এই মামলায় তাকে গ্রেপ্তার দেখায় পুলিশ।

মামলার অভিযোগে বলা হয়, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই রাজধানীর ধানমন্ডি গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের সামনে ছাত্র-জনতার সঙ্গে আন্দোলনে অংশ নেন জাহাঙ্গীর আলম। ওইদিন দুপুর ২ টার দিকে আসামিদের হামলায় তার দুই পা, বাম হাত ও শরীরের বিভিন্ন স্থানে গুলিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হন।

এ ঘটনায় গত বছরের ৮ ডিসেম্বর ঢাকার শেরে বাংলা থানায় সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে প্রধান আসামি করে মোট ৩৭ জনের নামে একটা হত্যাচেষ্টা মামলা করা হয়। এই মামলার ৩৫ নম্বর আসামি মীম।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত