Beta
মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
Beta
মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

রউফের তোপে বিধ্বস্ত অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে দেওয়ার পথে ৫ উইকেট নিয়েছেন হারিস রউফ। ছবি: এক্স
অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে দেওয়ার পথে ৫ উইকেট নিয়েছেন হারিস রউফ। ছবি: এক্স
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

[publishpress_authors_box]

স্টিভেন স্মিথ, মার্নাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড- অস্ট্রেলিয়ার মূল একাদশের প্রায় সবাই ছিলেন। এরপরও রীতিমতো বিধ্বস্ত তারা। হারিস রউফের তোপে ঘরের মাঠেই পাকিস্তানের সামনে উড়ে গেল অস্ট্রেলিয়া। এতে ২০১৭ সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার জয়ের দেখা পেল পাকিস্তান।

অ্যাডিলেডের দ্বিতীয় ওয়ানডে ৯ উইকেটে হেরেছে স্বাগতিকরা। পাকিস্তানের পেসারদের বিধ্বংসী বোলিংয়ে ৩৫ ওভারে মাত্র ১৬৩ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। সহজ এই লক্ষ্য মাত্র ১ উইকেট হারিয়ে ১৪১ বল আগেই জয় নিশ্চিত করে পাকিস্তান। তিন ম্যাচের ওয়ানডে ফিরল ১-১ সমতায়। ফলে তৃতীয় ও শেষ ম্যাচ এখন সিরিজ নির্ধারণীর মঞ্চ।

তৃতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়ার অনেক খেলোয়াড়ই থাকবেন না। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতিতে বিশ্রামে পাচ্ছেন তারা। তবে মূল একাদশের প্রায় সবাই থাকারও পরও পাকিস্তানের সামনে নাস্তানাবুদ অস্ট্রেলিয়া। হারিস রউফের তোপে দাঁড়াতেই পারেননি কেউ। এই পেসার ৮ ওভারে মাত্র ২৯ রান খরচায় পেয়েছেন ৫ উইকেট।

টস জিতে বোলিং নেওয়া পাকিস্তানকে শুরুতে উইকেট এনে দেন শাহিন শাহ আফ্রিদি। বাঁহাতি পেসার ফেরান দুই ওপেনার জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক (১৩) ও ম্যাথু শর্টকে (১৯)। এরপরই শুরু রউফের তাণ্ডব। ম্যাচসেরার পুরস্কার জেতা এই পেসার আউট করেন জশ ইংলিস (১৮), মার্নাস লাবুশেন (৬), অ্যারন হার্ডি (১৪), গ্লেন ম্যাক্সওয়েল (১৬) ও প্যাট কামিন্সকে (১৩)।

অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রান আসে স্টিভেন স্মিথের ব্যাট থেকে। চাপে পড়া দলকে টেনে তোলার দায়িত্ব নিলেও বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। ৪৮ বলে ৩৫ রান করে মোহাম্মদ হাসনাইনের বলে ফিরে যান প্যাভিলিয়নে।

শাহিন ৮ ওভারে মাত্র ২৬ রান দিয়ে নৈন ৩ উইকেট। আর একটি করে উইকেট পেয়েছেন নাসিম শাহ ও হাসনাইন।

এই ম্যাচে নতুন বিশ্বরেকর্ড গড়তে পারতেন মোহাম্মদ রিজওয়ান। পাকিস্তানের নতুন অধিনায়কের গ্লাভস ফস্কে বল বেরিয়ে না গেলেই ওয়ানডের এক ম্যাচে সর্বোচ্চ ক্যাচ নেওয়ার নতুন বিশ্বরেকর্ড হয়ে যেত। অ্যাডিলেডের ম্যাচে রিজওয়ান ক্যাচ নিয়েছেন ছয়টি- রউফের বলে চারটি এবং হাসনাইন ও নাসিমের বলে একটি করে।

ওয়ানডের এক ম্যাচে সর্বোচ্চ ৬ ক্যাচের রেকর্ডে ভাগ বসিয়েছেন রিজওয়ান। তবে অ্যাডাম জাম্পার ক্যাচ গ্লাভসবন্দি করতে ব্যর্থ না হলে ৭ ক্যাচ নিয়ে নতুন বিশ্বরেকর্ডে নাম লেখাতেন তিনি।

অস্ট্রেলিয়াকে অল্পকে আটকে রেখে জয়ের পথ তৈরি করে দিয়েছিলেন পাকিস্তানের বোলাররা। বাকি কাজটা দারুণভাবে সেরেছেন পাকিস্তানের ব্যাটাররা। ওপেনিং জুটিতেই জয়ের সুবাস পায় সফরকারীরা। দুই ওপেনার সাইম আয়ুব ও আব্দুল্লাহ শফিক মিলে উদ্বোধনী জুটিতে যোগ করেন ১৩৭ রান। একমাত্র উইকেট হিসেবে সাইম আউট হয়েছেন ৮২ রানে। ৭১ বলের ইনিংসটি তিনি সাজান ৫ বাউন্ডারি ও ৬ ছক্কায়।

শফিক জয় নিশ্চিত করেই মাঠ ছেড়েছেন। তিনি ৬৯ বলে ৪ বাউন্ডারি ও ৩ ছক্কায় অপরাজিত ছিলেন ৬৪ রানে। তার সঙ্গে জয় নিশ্চিত করা বাবর আজম খেলেছেন হার না মানা ১৫ রানের ইনিংস।

পাকিস্তানের হারানো একমাত্র উইকেটটি নিয়েছেন অ্যাডাম জাম্পা।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত