খেলা নেই তো আয় নেই। ক্রিকেট অস্ট্রেলিয়ার জন্য ব্যাপারটা এরকমই। ভারত-অস্ট্রেলিয়া, দুটি এখন ক্রিকেটের সবচেয়ে ধোনী ক্রিকেট বোর্ড। তাদের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ চড়া দামে বিক্রি হয়েছে সম্প্রচারকারী চ্যানেলের কাছে। সেই টেস্ট পাঁচ দিনের জায়গায় তিন দিনে শেষ হলে তো ক্ষতি হবেই।
‘সিডনি মর্নিং হেরাল্ড’ জানিয়েছে ভারত-অস্ট্রেলিয়া টেস্টের দৈর্ঘ্য যত কম হবে, ক্রিকেট অস্ট্রেলিয়ার ক্ষতির পরিমাণ তত বাড়বে। কারণ সম্প্রচার প্রতিষ্ঠান চ্যানেল সেভেন উচ্চমূল্যে বিজ্ঞাপন নিয়েছে পুরো পাঁচ দিনের জন্য। এর বাইরে টিকিট, মেম্বারশিপ ও হসপিটালিটি প্যাকেজের মাধ্যমে আয় করে ক্রিকেট অস্ট্রেলিয়া। খেলা আগে শেষ হওয়া মানে এই আয়গুলোও বন্ধ।
‘সিডনি মর্নিং হেরাল্ড’ জানিয়েছে, ম্যাচ দ্রুত শেষ হলে প্রতিদিন ক্ষতি হবে ২০ লাখ অস্ট্রেলিয়ান ডলার। ভারত দ্বিতীয় ও তৃতীয় দিন ভালো খেলায় সেই পরিমাণটা কমবে নিশ্চিতভাবে।
ভারত প্রথম ইনিংসের মতো ৫০ ওভারের আগে অলআউট হলে খেলা শেষ হতো অনেক আগে। কারণ অস্ট্রেলিয়াও পার্থ টেস্টের প্রথম ইনিংসে অলআউট হয়েছিল ৫১.২ ওভারে।
দ্বিতীয় ইনিংসে ভারত ১৩৪.৩ ওভার ব্যাট করায় ম্যাচ গড়িয়েছে চতুর্থ দিনে। তাতে ক্ষতির পরিমাণটা কমেছে ক্রিকেট অস্ট্রেলিয়ার! ম্যাচ অবশ্য হারের মুখেই আছে তারা। দ্বিতীয় ইনিংসে ১৬৮ রানে হারিয়েছে ৬ উইকেট।
জিততে হলে এখনও চাই ৩৬৬ রান। এটা একপ্রকার অসম্ভব। তবে আজ (সোমবার) চতুর্থ দিনটা কাটিয়ে দিতে পারলে ক্রিকেট অস্ট্রেলিয়ার ক্ষতি কমবে আরও একটু!