Beta
মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫
Beta
মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫

জমে উঠেছে ভারত-অস্ট্রেলিয়া সিডনি টেস্ট

bolland-77
[publishpress_authors_box]

একদিনে পড়ল ১৫ উইকেট। বোঝাই যাচ্ছে, বোলারদের দাপটের একটা দিন কেটেছে সিডনিতে। এর ফাঁকে ঋষভ পন্তের টি-টোয়েন্টি স্টাইল ব্যাটিং ছিল সিডনি টেস্টের দ্বিতীয় দিনের অন্যতম আকর্ষণ। এই উইকেটকিপার ব্যাটারের ইনিংসটাই পঞ্চম ও শেষ টেস্টে কিছুটা হলেও এগিয়ে রেখেছে ভারতকে।

প্রথম দিন শেষে অস্ট্রেলিয়ার দাপটে ভারতের অসহায়ত্বের যে ছবি ফুটে উঠেছিল, দ্বিতীয় দিনে সেটা সমানে সমানে লড়াইয়ের আভাস। ফলে, নিশ্চিত ফল আসতে যাওয়া সিডনি টেস্ট দ্বিতীয় দিনেই জমে উঠেছে।

অস্ট্রেলিয়ান পেসারদের তোপে প্রথম ইনিংসে মাত্র ১৮৫ রানে গুটিয়ে যায় ভারত। এই স্কোর নিয়েও লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে নেমেছে সফরকারীরা। তাদের পেসারদের দাপটে অস্ট্রেলিয়া ৫১ ওভারে অলআউট ১৮১ রানে। ৪ রানের লিড নিয়ে ‍দ্বিতীয় ইনিংস শুরু করে ভারতও স্বস্তিতে নেই। দিনশেষে তাদের স্কোর ৩২ ওভারে ৬ উইকেটে ১৪১ রান। লিড নিয়েছে ১৪৫ রানের।

প্রথম ইনিংসের বিবেচনায় এই লিডও মন্দ নয়। এজন্য বিশেষ ধন্যবাদ পাবেন পন্ত। বাঁহাতি ব্যাটার আক্ষরিক অর্থেই টি-টোয়েন্টি খেলেছেন। আরেকবার টপ অর্ডারের ধসে যখন কোণঠাসা ভারত, তখন ব্যাটিংয়ে নেমে ছক্কা মেরে ইনিংস শুরু করেন পন্ত। যতক্ষণ ক্রিজে ছিলেন, খেলেছেন একই ঢংয়ে। শেষ পর্যন্ত তার ব্যাট থেকে আসে ৩৩ বলে ৬১ রানের ইনিংস। ৬ চার ও ৪ ছক্কায় সাজানো তার ইনিংস।

এর আগে স্কল বোল্যান্ডের তোপের মুখে বিধ্বস্ত ভারতের ব্যাটিং লাইনআপ। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও ভারতের টপ অর্ডার গুঁড়িয়ে দিয়েছেন এই পেসার। দুই ওপেনার যশস্বী জয়সওয়াল (২২) ও লোকেশ রাহুলকে (১৩) ক্লিন বোল্ড করে প্যাভিলিয়নে ফেরত পাঠান তিনি। বিরাট কোহলিও (৬) এই পেসারের শিকার। পরে নিতিশ রেড্ডিকে (৪) আউট করে বোলিংয়ে অস্ট্রেলিয়াকে দারুণ একটি দিন উপহার দিয়েছেন বোল্যান্ড। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসের ৪ উইকেট পেয়েছেন তিনি। ভারতের হাতে থাকা ৪ উইকেটের মধ্যে একটি নিতে পারলে টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় ৫ উইকেটের দেখা পাবেন বোল্যান্ড।

শুবমান গিল আরেকবার ব্যর্থ। আক্রমণাত্মক মেজাজে শুরু করে ১৩ রানে থামেন তিনি। ভারতীয় এই ব্যাটারকে আউট করে টেস্ট ক্যারিয়ারের প্রথম উইকেট পেয়েছেন অভিষিক্ত বাউ ওয়েবস্টার। দিনশেষে অপরাজিত আছেন রবীন্দ্র জাদেজা (৮*)ও ওয়াশিংটন সুন্দর (৬*)।

বোল্যান্ড-ঝড় ওঠার আগে ভারতীয় পেসাররা আগুন ঝরিয়েছেন। কঠিন সময়ে ওয়েবস্টার হাল না ধরলে অস্ট্রেলিয়ার অবস্থা আরও খারাপ হতে পারতো। এই ব্যাটার খেলেছেন ৫৭ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রান আসে স্টিভেন স্মিথের ব্যাট থেকে।

ভারতের দুই পেসার- মোহাম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণা দুজনই নেন ৩টি করে উইকেট। অধিনায়ক জসপ্রিত বুমরা পেয়েছেন ২ উইকেট। বোলিংয়ে দুর্দান্ত একটি দিন পার করা ভারতের অস্বস্তি বাড়িয়েছেন এই পেসারই। চোটশঙ্কা তৈরি হয়েছে তাকে ঘিরে। দ্বিতীয় ইনিংসে বোলিং করতে পারবেন কিনা, স্ক্যান রিপোর্টের পরই জানা যাবে বলে খবর ভারতীয় মিডিয়ার।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত