মেলবোর্ন টেস্টের চতুর্থ দিন অস্ট্রেলিয়াকে বাগে পেয়ে গিয়েছিল ভারত। জাসপ্রিত বুমরা ও মোহাম্মদ সিরাজের আঘাতে ৯১ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকছিল প্যাট কামিন্সের দল। এরপর যশস্বী জয়সওয়াল ক্যাচ মিস করেন তিনটা! তাতে রেগে মাঠেই অগ্নিশর্মা রোহিত শর্মা।
জয়সওয়াল লেগ গালিতে ইসমান খাজা, স্লিপে মার্নাস লাবুশানে আর ফরোয়ার্ড শর্টে ফেলেছিলেন প্যাট কামিন্সের ক্যাচ। ক্যাচ মিসের সুযোগ কাজে লাগিয়ে ‘অস্ট্রেলিয়ান লেজ’ আঘাতই করেছে ভারতকে। ৮ নম্বরে নেমে অধিনায়ক প্যাট কামিন্স করেন ৪১ রান। ২১ রানে জীবন পেয়েছিলেন তিনি।
একটা সময় ৯ উইকেটে ১৭৩ রানে পরিণত হয়েছিল অস্ট্রেলিয়া। এরপর হাল ধরেন শেষ দুই ব্যাটার নাথান লায়ন ও স্কট বোল্যান্ড। লায়ন–বোল্যান্ড জুটি ১৭.৫ বল উইকেটে থেকে যোগ করেছে ৫৫ রান। লায়ন অপরাজিত ৫৪ বলে ৪১ রানে।
দিনের শেষ দুটি বলে বুমরাকে বাউন্ডারি মেরেছিলেন লায়ন। বোল্যান্ড ৬৫ বলে করেছেন ১০। ৯ উইকেটে ২২৮ রানে দিন শেষ করা অস্ট্রেলিয়ার লিড ৩৩৩ রান।
এমসিজিতে ৩৩৩ রান তাড়া করে জয়ের রেকর্ড আছে একবারই। ৯৬ বছর আগে, ১৯২৮ সালে ইংল্যান্ডের বিপক্ষে সেবার জিতেছিল অস্ট্রেলিয়া। ভারতকে জিততে হলে তাই ইতিহাসই গড়তে হবে।
সংক্ষিপ্ত স্কোর (চতুর্থ দিন শেষে)
অস্ট্রেলিয়া: ৪৭৪ ও ২২৮/৯ (লাবুশানে ৭০, লায়ন ৪১*, কামিন্স ৪১; বুমরা ৪/৫৬, সিরাজ ৩/৬৬)। ভারত: প্রথম ইনিংসে ৩৬৯ (নীতীশ ১১৪, জয়সওয়াল ৮২, সুন্দর ৫০; বোল্যান্ড ৩/৫৭, কামিন্স ৩/৮৯, লায়ন ৩/৯৬)।