ছেলে ও মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ছেলেদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়নও অস্ট্রেলিয়া। এবার ওয়ানডের আরেক টুর্নামেন্ট চ্যাম্পিয়নস ট্রফি জয়ের লক্ষ্য তাদের।
সেই অভিযানে চোট পাওয়া ও পিতৃত্বকালীন ছুটিতে অধিনায়ক প্যাট কামিন্সকে নিয়েই আজ (রবিবার) দল ঘোষণা করল তারা। সেই দলে আছেন চোট পাওয়া আরেক ক্রিকেটার জশ হ্যাজেলউড।
গোড়ালির চোটের কারণে স্ক্যান করানোর অপেক্ষায় আছেন কামিন্স। আর মাসলের চোটে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের শেষ দিকে খেলতে পারেননি হ্যাজেলউড। তাদের সঙ্গে আছেন আরও দুই পেসার মিচেল স্টার্ক ও নাথান এলিস। এই দলের ম্যাট শর্ট ও অ্যারন হার্ডি প্রথমবার খেলতে যাচ্ছেন আইসিসির কোন টুর্নামেন্ট।
অস্ট্রেলিয়া টুর্নামেন্ট শুরু করবে ২২ ফেব্রুয়ারি লাহোরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে। তাদের গ্রুপে থাকা আফগানিস্তানও ঘোষণা করেছে চ্যাম্পিয়নস ট্রফির দল। হাশতমউল্লাহ শহীদির নেতৃত্বাধীন দলটিতে জায়গা হয়নি অফ স্পিনার মুজিব উর রহমানের। চিকিৎসকের পরামর্শ মেনে টেস্ট ও ওয়ানডে থেকে দূরে রেখে টি-টোয়েন্টিতেই এখন খেলানো হচ্ছে মুজিবকে।
অস্ট্রেলিয়া স্কোয়াড
প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাট শর্ট, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জাম্পা, অ্যালেক্স ক্যারি, নাথান এলিস, অ্যারন হার্ডি, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, মারনাস লাবুশানে।
আফগানিস্তান স্কোয়াড
হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, আল্লাহ গজনফর, নুর আহমেদ, ফজলহক ফারুকি, ফরিদ মালিক ও নাভিদ জাদরান, ইব্রাহিম জাদরান, রহমানউল্লাহ গুরবাজ, সেদিকউল্লাহ আতাল, রহমত শাহ, ইকরাম আলিখিল, গুলবদিন নাইব।