Beta
রবিবার, ৭ জুলাই, ২০২৪
Beta
রবিবার, ৭ জুলাই, ২০২৪

সাবালেঙ্কাই অস্ট্রেলিয়ান ওপেনের রানি

আবারও অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন আরিনা সাবালেঙ্কা। ছবি: টুইটার
আবারও অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন আরিনা সাবালেঙ্কা। ছবি: টুইটার
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা ধরে রাখলেন আরিনা সাবালেঙ্কা। আজ (শনিবার) মেয়েদের এককের ফাইনালে তিনি ৬-৩, ৬-২ গেমে উড়িয়ে দিয়েছেন চীনা প্রতিদ্বন্দ্বী ঝেং কিনয়েনকে। কোনও সেট না হেরে টানা দ্বিতীয়বার মেলবোর্ন পার্কে শিরোপা উঁচিয়ে ধরলেন সাবালেঙ্কা।

২০১৩ সালে পরপর দুইবার অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন বেলারুশিয়ান তারকা ভিক্তোরিয়া আজারেঙ্কা। ১১ বছর পর মেয়েদের এককে সেই একই কীর্তি গড়লেন বেলারুশের আরেক টেনিস তারকা। ২০২৩ সালের পর দাপুটে জয়ে আরেকবার রড লেভার অ্যারেনায় বিজয় নিশান ওড়ালেন সাবালেঙ্কা।

মেলবোর্ন পার্কে শুধু চীনা প্রতিপক্ষ নয়, সাবালেঙ্কাকে খেলতে হয়েছে দর্শকদের বিপক্ষেও। দেশের খেলোয়াড়কে সমর্থন দিতে গ্যালারিতে হাজির হয়েছিলেন অনেক চীনা দর্শক। তাদের চিৎকার ও উন্মাদনায় কোর্টে মনোযোগ ধরে রেখে খেলতে হয়েছে বেলারুশিয়ান তারকাকে।

যদিও ফাইনালে স্পষ্ট ফেভারিট ছিলেন সাবালেঙ্কা। প্রতিযোগিতার শীর্ষ বাছাই ইগা সুয়াতেক তৃতীয় রাউন্ড থেকে বিদায় নিলে তার পাল্লাই ভারি ছিল। এরপর ফাইনালে পৌঁছালে শিরোপা ধরে রাখার সম্ভাবনা আরও উজ্জ্বল হয়। শেষ পর্যন্ত মেলবোর্ন পার্কে ট্রফি জিততে পেরে ভীষণ খুশি ২৫ বছর বয়সী সাবালেঙ্কা, “দারুণ কয়েকটি সপ্তাহ কাটল। আবারও ট্রফি উঁচিয়ে ধরব, আমার ভাবনাতেই ছিল না।”

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত