অটোরিকশা বন্ধের প্রতিবাদে আজও রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন অটোরিকশা চালকরা। ঢাকার বিভিন্ন এলাকায় রাস্তায় গাড়ি চলাচল বন্ধ করে দিয়ে দ্বিতীয় দিনের মতো প্রতিবাদ করেন তারা।
এতে সংশ্লিষ্ট এলাকাগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়। চরম ভোগান্তিতে পড়েন বিভিন্ন গন্তব্যের মানুষ। গণপরিবহনের অপেক্ষায় রাস্তায় জটলা করে দাঁড়িয়ে থাকতে দেখা যায় যাত্রীদের।
সোমবার সকাল পৌনে ১০টার দিকে রামপুরা, বাড্ডা ও শাহজাদপুরের মূল সড়ক অবরোধ করেন অটোরিকশা চালকরা। এতে এসব এলাকার সড়কে যানবাহন চলাচল স্থবির হয়ে পড়ে। দেখা দেয় তীব্র যানজট।
সরেজমিনে দেখা গেছে, অটোরিকশা চালানোর দাবিতে রামপুরা বেটার লাইফ হাসপাতালের সামনে সড়ক অবরোধ করেন অটোরিকশা চালকরা। এতে দুই পাশের সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দেখা দেয় তীব্র যানজট। পরে রামপুরা থানা পুলিশ ও রামপুরা ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানতে চাইলে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান জানান, সোমবার আজ সকালে অটোরিকশা চালানোর দাবিতে চালকরা রাস্তায় নেমেছিলেন। তারা সড়ক অবরোধ করায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছিল। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
অন্যদিকে, শাহজাদপুরে মূল সড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন অটোরিকশা চালকরা। এতে ক্যামব্রিয়ান কলেজের সামনের সড়কের এক পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কে আটকে যায় বিভিন্ন গন্তব্যের যানবাহন।
নাসরিন নামের এক নারী শাহজাদপুর থেকে পল্টন যাচ্ছিলেন। প্রায় ৩০ মিনিট দাড়িয়ে থেকেও বাস না পেয়ে বাধ্য হয়ে বেশি টাকা দিয়ে ভাড়ায়চালিত মোটরসাইকেলে যেতে হয় তাকে।
তিনি সকাল সন্ধ্যকে বলেন, “গার্মেন্টসসহ কোনও ঝামেলা হলেই হুট করে রাস্তায় নেমে অবরোধ করা হয়। গাড়ি বন্ধ, ভাঙচুর করা ঠিক না। সমস্যার সমাধান এভাবে না করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বসে সমাধান করা উঠিত বলে মনে করি। এতে করে সাধারণ মানুষের ভোগান্তি হবে না।”
বেসরকারি চাকরিজীবী সুজন সকাল সন্ধ্যাকে বলেন, “অফিসে যাওয়ার জন্য নতুন বাজার দাঁড়িয়ে আছি। কিন্তু কোনও বাস আসছে না। রিকশা চালকরা অবরোধ করে রাস্তা বন্ধ করে রেখেছে। অফিসে আজ টাইমমত যেতে পারব না।”
মতিঝিল ট্রাফিক বিভাগের রামপুরা জোনের সহকারী কমিশনার মো. আরিফুল ইসলাম জানান, অটোরিকশা চালকরা রাস্তায় অবস্থান নিয়েছিলেন। আধাঘণ্টার মতো সড়কে ছিল। পরে তাদের মূল সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়।
গুলশান ট্রাফিক বিভাগের বাড্ডা জোনের সহকারী কমিশনার শুভ কুমার ঘোষ বলেন, শাহজাদপুর ক্যামব্রিয়ান স্কুলের সামনে ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা রাস্তা অবরোধ করে অবস্থা নিয়েছিলেন। এতে ইনকামিং ও আউটগোয়িং দুই লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আন্দোলনরতদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণ এনেছে।